• facebook
  • twitter
Saturday, 13 December, 2025

আর্থিক অনটনে ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে ইন্টেল

ক্যালিফর্নিয়া, ২ আগস্ট — আর্থিক অনটনের মুখে তথ্যপ্রযুক্তি শিল্পের নামী সংস্থা ইনটেল। আর্থিক চাপেই এবার সংস্থার খরচ কমাতে উঠে পড়ে লেগেছে কোম্পানি। সেই পথে হেঁটেই শতকরা ১৫ শতাংশ অর্থাৎ ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে মার্কিন কম্পিউটার চিপ নির্মাণ সংস্থা ইন্টেল। এবার ইন্টেলও সেই পথে হাঁটায় বিশ্বজুড়ে কর্ম সংস্থানে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। ইনটেলের দাবি, সাম্প্রতিক অতীতে ক্ষতির সন্মুখীন

intel

ক্যালিফর্নিয়া, ২ আগস্ট — আর্থিক অনটনের মুখে তথ্যপ্রযুক্তি শিল্পের নামী সংস্থা ইনটেল। আর্থিক চাপেই এবার সংস্থার খরচ কমাতে উঠে পড়ে লেগেছে কোম্পানি। সেই পথে হেঁটেই শতকরা ১৫ শতাংশ অর্থাৎ ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে মার্কিন কম্পিউটার চিপ নির্মাণ সংস্থা ইন্টেল। এবার ইন্টেলও সেই পথে হাঁটায় বিশ্বজুড়ে কর্ম সংস্থানে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
ইনটেলের দাবি, সাম্প্রতিক অতীতে ক্ষতির সন্মুখীন হতে হয়েছে কোম্পানিকে, তাই  ইজরায়েলে যে কারখান তৈরির কথা আগেই জানানো হয়েছিল, তাও বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে সংস্থা। প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে সারা দেশের একাধিক বড় সংস্থা কর্মী ছাঁটাই করেছে।
সংবাদ সংস্থা সূত্রের খবর, গত ৩ মাসে কোম্পানির ১.৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। সংস্থার চিফ এক্সিকিউটিভ প্যাট গেলসিনগার জানিয়েছেন, নয়া প্রযুক্তিতেও বিশেষ সাফল্য মেলেনি। এমনকী কৃত্রিম বুদ্ধিমত্তার  পিসি প্রোডাক্টেও তেমন সাফল্য মেলেনি। ফলে ক্ষতির অঙ্ক বেড়েছে। তাই কর্মী সঙ্কোচনের বড় সিদ্ধান্ত।
উল্লেখ্য, ২০২৩ সালে ইনটেলের মোট কর্মী সংখ্যা ছিল ১ লক্ষ ২৪ হাজার ৮০০। এই অবস্থায় ১৮হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত সামনে আসায় কর্মীদের মধ্যে শোরগোল তৈরি হয়েছে। কর্মীদের মধ্যে আতঙ্ক গ্রাস করেছে কারন কারা রয়েছেন ছাঁটাইয়ের তালিকায় তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
তথ্য প্রযুক্তি জগতে ইন্টেল নামী সংস্থা। পদার্থবিদ রবার্ট নয়েস এবং রসায়নবিদ গর্ডন মুরের যৌথ উদ্যোগে ১৯৬৮ সালে  এই সংস্থা তৈরি হয়েছিল। সে সময় নামকরণ করা হয়েছিল ‘মুর নয়েস’। পরে নাম বদলে ইনটেল করা হয়। সংস্থার তরফে জানানো হয়েছে, যেহারে ক্ষতির মুখ দেখতে হয়েছে তাতে বাজারের সঙ্গে ভারসাম্য রক্ষা করতেই এই কঠিন পদক্ষেপ।

Advertisement

Advertisement