• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মুত্তাকির ভারত সফরের পর কাবুলে খুলল ভারতীয় দূতাবাস

চার বছর পর মঙ্গলবার অর্থাৎ ২১ অক্টোবর দূতাবাস খুলে দেওয়া হয়েছে

তালিবান বিদেশমন্ত্রীর ভারত সফরের পরেই কাবুলে খুলল বন্ধ হয়ে যাওয়া ভারতীয় দূতাবাস। চার বছর পর মঙ্গলবার অর্থাৎ ২১ অক্টোবর দূতাবাস খুলে দেওয়া হয়েছে। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাম্প্রতিক ভারত সফরে ঘোষিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই কাবুলে অবস্থিত টেকনিক্যাল মিশনের মর্যাদায় আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের মর্যাদায় ফিরিয়ে আনা হয়েছে।

২০২১ সালে তালিবান ক্ষমতায় আসার পর বন্ধ হয়ে যায় ভারতীয় দূতাবাস। ৪ বছর পর ফের খুলে দেওয়া হল দূতাবাস। যা ভারত-আফগান সম্পর্কের নয়া মাইলফলক হিসেবে মনে করছে কূটনৈতিক মহল। ভারত এখনও তালিবানকে স্বীকৃতি দেয়নি। তাই দূতাবাসের প্রধান কূটনীতিকের পদমর্যাদা ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হবে বলে খবর।   আফগানিস্তান ও পাকিস্তান সংঘাতের মাঝে ভারতের সঙ্গে আফগানিস্তানের এই কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

চলতি মাসে প্রথম ভারত সফরে এসেছিলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। ৬দিনের সফরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার কথা বলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসের অভিযোগ তুলে একজোট হয়ে কাজ করার বার্তাও দেয় দুই দেশ। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর কাবুলে দূতাবাস চালু করার পাশাপাশি আফগানিস্তানের স্বাস্থ্যখাতে নতুন ৬টি প্রকল্প চালু করার কথাও জানান।

Advertisement

বিদেশমন্ত্রী জয়শংকরের ঘোষণার পর ২১ অক্টোবর কাবুলে ভারতীয় দূতাবাস খোলার আনুষ্ঠানিক ঘোষণা করল ভারত। বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে ভারতীয় দূতাবাসের মর্যাদায় ফিরিয়ে আনা হচ্ছে। আফগান বিদেশমন্ত্রীর ভারত সফরের সময় ঘোষিত সিদ্ধান্তের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। এই সিদ্ধান্ত পারস্পরিক কূটনৈতিক উন্নতির স্বার্থে নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে। কাবুলে অবস্থিত ভারতের দূতাবাস আফগান সমাজের অগ্রাধিকার ও আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে উন্নয়ন, মানবিক সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির কাজ করবে।’

উল্লেখ্য, ২০২১ সালে দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছিল। তার ঠিক এক বছর পর ২০২২ সালের জুনে কাবুলে কূটনৈতিক প্রতিনিধি পাঠায় ভারত। তার পর থেকে সেখান মধ্যম পদমর্যাদার কূটনীতিকের নেতৃত্বে একটি টেকনিক্যাল দল কাজ করছিল। এবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে কূটনীতিক নিয়োগ করা হল। পাকিস্তান, চীন, রাশিয়া, ইরান এবং তুরস্কসহ প্রায় এক ডজন দেশের দূতাবাস কাবুলে রয়েছে।

যদিও রাশিয়াই একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। ভারত এবং আফগানিস্তানের ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে দিল্লি তালিবান শাসনকে স্বীকৃতি দেয়নি। নারীদের উপর নিষেধাজ্ঞার কারণে তালিবান প্রশাসনের স্বীকৃতির পথ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছে কূটনীতিক মহল।

Advertisement