• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পাক হামলায় ক্ষতিগ্রস্ত কাশ্মীরের মসজিদ মেরামত করল ভারতীয় সেনা

পাক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল জম্মু-কাশ্মীরের মসজিদ। ভাঙা মসজিদ মেরামত করে মসজিদে আজানের সুর ফেরাল ভারতীয় সেনা।

পাক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কাশ্মীরের মসজিদ। ভাঙা মসজিদ মেরামত করে মসজিদে আজানের সুর ফেরাল ভারতীয় সেনা। ভারত-পাক সংঘর্ষের আবহে পাক গোলাবর্ষণে জম্মু ও কাশ্মীরের ইবকোট গ্রামের একটি মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই মসজিদটি এলাকায় শুধু মুসলিমদের প্রার্থনার স্থানই নয়, বরং সামাজিক সংহতির কেন্দ্রবিন্দু। মসজিদের ছাদে টিন, সৌর বিদ্যুতের প্লেট ও প্রার্থনা কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়রা ভেঙে পড়েছিলেন। সেই মসজিদ সারিয়ে গ্রামবাসীদের উপহার দিলেন ভারতীয় সেনা।

মসজিদ মেরামত করে দেওয়ায় ইবকোটের বাসিন্দারা ভারতীয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের কথায়, ‘আমাদের কাছে মসজিদ একটি আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র। সেনাবাহিনী শুধু আমাদের সুরক্ষাই দেয়নি, আমাদের বিশ্বাসকেও পুনরুজ্জীবিত করেছে।’ এদিকে ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছে যে এই সহায়তা তাদের সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষকে সহায়তা কর্মসূচির অংশ।

Advertisement

৭ মে পহেলগামে জঙ্গি হামলার জবাবে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। সেই হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের আঁতুড়ঘর। এই পদক্ষেপের প্রতিক্রিয়ায়, পাকিস্তান সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে। এর জেরে জম্মু ও কাশ্মীরে গুরুদ্বারের পাশাপাশি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ হারান বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা।

Advertisement

Advertisement