• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাড়ল ভারত ও পাকিস্তানের আকাশসীমা বন্ধের মেয়াদ

একই ভাবে ইসলামাবাদের পক্ষ থেকেও গত সোমবার ‘নোটাম’-এর মেয়াদ বাড়ানো হয়েছে। এ কারণে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না ভারতও।

প্রতীকী চিত্র

পাকিস্তানের যাত্রীবাহী বা সামরিক বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না বলে নতুন করে ‘নোটাম’ জারি করেছে নয়াদিল্লি। সোমবার এই বিজ্ঞপ্তি জারি করা হয় কেন্দ্রের তরফে। পাহেলগাঁওয়ে পাক হামলার পরই দুই দেশের সম্পর্কে আরও অবনতি ঘটে।

গত মে মাসে ভারত পাকিস্তানের যুদ্ধ এবং বিরতির পরও সুসম্পর্ক হয়নি দুই দেশের। সেজন্যই ভারতের পক্ষ থেকে আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। যাত্রীবাহী বা সামরিক বিমানের পাশাপাশি পাকিস্তান ভাড়া করেছে এমন বিমান ও অপারেটরদের জন্যও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। দেশের নিরাপত্তার স্বার্থে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আগামী ২৪ জুলাই পর্যন্ত পাকিস্তানের যাত্রীবাহী বা সামরিক বিমান কোনও ভাবেই ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। অন্যদিকে, একই ভাবে ইসলামাবাদের পক্ষ থেকেও গত সোমবার ‘নোটাম’-এর মেয়াদ বাড়ানো হয়েছে। এ কারণে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না ভারতও।

Advertisement

Advertisement