সরাসরি সংঘাতের পথে নেপালও, ভারত সীমান্তে আরও ১০০ টি চৌকি নেপালি ফৌজের

ভারত-নেপাল সীমান্তে ১০০ টি সেনা চৌকি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কাঠমাণ্ডু এই মুহূর্তে নেপালের ১২১ টি সেনা চৌকি রয়েছে সীমান্তে।

Written by SNS New Delhi | June 17, 2020 6:43 pm

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (File Photo: IANS)

ভারত-নেপাল সীমান্তে ১০০ টি সেনা চৌকি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কাঠমাণ্ডু এই মুহূর্তে নেপালের ১২১ টি সেনা চৌকি রয়েছে সীমান্তে। এবার এক ধাক্কায় তা বাড়িয়ে ২২১ করতে চলেছে নেপাল সরকা। নেপাল স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে কেদারনাথ শর্মা এই তথ্যের সত্যতা স্বীকার করে নিয়েছেন।

এখানেই শেষ নয়, এই সংখ্যা লাগাতার বৃদ্ধি করে ৫০০ টি চৌকি তৈরি করার পরিকল্পনা করেছে কাঠমাণ্ডু। ভারতের গোয়েন্দা সংস্থাগুলির খবর অনুযায়ী, নেপাল আর্ম পুলিশ ফোর্সকে সীমান্তে নিয়োগ করেছে নেপাল। দ্রুত ১০০ সেনা চৌকির কাজ শুরু করছে নেপাল, এমনটাই জানা গিয়েছে।

সম্প্রতি সশস্ত্র সীমা বল একটি রিপোর্টে জানিয়েছিল, ভারত-নেপাল সীমান্তে একাধিক বর্ডার পিলার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সীমানরেখা নির্ণয় দেখানোর জন্য এই পিলারগুলি বসানো হয়েছে।

এদিকে, গত শনিবার ভারতের প্রবল আপত্তি উপেক্ষা করে নেপালের সংসদে ভারতের কিছু অঞ্চল যুক্ত করে পাশ হয় নতুন মানচিত্র বিল।