• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

৩০ মার্চ নাগপুরে আরএসএসের দপ্তরে যাবেন মোদী

২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে এই প্রথমবারের জন্য আরএসএসের সদর দপ্তরে যাচ্ছেন নরেন্দ্র মোদী।

৩০ মার্চ নাগপুরে আরএসএসের সদর দপ্তরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে এই প্রথমবারের জন্য আরএসএসের সদর দপ্তরে যাচ্ছেন মোদী। ৩০ তারিখ নাগপুরে মাধব নেত্রালয় আই ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের নতুন বিল্ডিংয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন আরএসএসের প্রধান মোহন ভাগবত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রী তথা নাগপুরের সাংসদ নীতিন গড়কড়ি।

সেই অনুষ্ঠানের পর আরএসএসের সদর দপ্তরে সঙ্ঘের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। চলতি বছর শতবর্ষ পালন করছে আরএসএস। প্রধানমন্ত্রী মোদীর সফর মূলত সেই উপলক্ষে। সম্প্রতি দিল্লিতে আরএসএসের দপ্তর কেশবকুঞ্জ ঢেলে সাজানোর পরে তার উদ্বোধনে নরেন্দ্র মোদীকে দেখা যায়নি। এর আগে অযোধ্যায় রাম মন্দিরের শিল্যানাস অনুষ্ঠানে মোদী ও ভাগবত একসঙ্গে যোগ দিয়েছিলেন। রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠাতেও ভাগবত হাজির ছিলেন।

Advertisement

Advertisement

Advertisement