করােনা আবহে সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে ব্যর্থ হলে ফের সুযােগ নয়: সুপ্রিম কোর্ট 

করােনা আবহের দোহাই দিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় বসার শেষ সুযােগ কেউ যদি খােয়ান তাহলে তাকে আর অতিরিক্ত সুযােগ দেওয়া হবে না।

Written by SNS New Delhi | February 25, 2021 2:22 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

করােনা আবহের দোহাই দিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় বসার শেষ সুযােগ কেউ যদি খােয়ান তাহলে তাকে আর অতিরিক্ত সুযােগ দেওয়া হবে না। বুধবার একটি মামলার আবেদন খারিজ করে এমনই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। 

এক পরীক্ষার্থী দেশের শীর্ষ আদালতে আবেদনে বলেছিলেন, করােনার কারণে দেশজুড়ে লকডাউনের ফলে তার সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে সমস্যা হয়েছিল। ফলে তার এই পরীক্ষায় বসার আর একটি শেষ সুযােগ দেওয়া হােক। 

কিন্তু এই আবেদনের জবাবে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, সব পরীক্ষার্থীকেই সমানভাবে প্রভাবিত করেছে কোভিড পরিস্থিতি। ফলে তাকে যদি অতিরিক্ত সুযােগ দিতে হয়, তাহলে এমন সুযােগ চেয়ে আবেদন আসতে থাকবে। 

দেশের শীর্ষ আদালতের বিচারপতি এ এম রভোগির এজলাসে এই আবেদন করেছিলেন অনুশ্রী কাপাডিয়া নামে এক পরীক্ষার্থী। এদিন আইনজীবীর দেওয়া যুক্তিগুলির প্রশংসা করেন বিচারপতি। কিন্তু তারপরেও অনুশ্রীকে অতিরিক্ত সুযােগ দিল না সুপ্রিম কোর্ট।