বাড়তি অক্সিজেন থাকলে দিল্লিকে পাঠান: কেজরিওয়াল

রাজধানী দিল্লির পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। অক্সিজেনের অভাবে ধুকছে দিল্লি। শুক্রবার রাতেই এক হাসপাতালে অক্সিজেনের কারণে মারা গিয়েছেন ২৫ জন রুগী।

Written by SNS Delhi | April 25, 2021 3:09 pm

অরবিন্দ কেজরিওয়াল (Photo: Twitter / @AamAadmiParty)

রাজধানী দিল্লির পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। অক্সিজেনের অভাবে ধুকছে দিল্লি। শুক্রবার রাতেই এক হাসপাতালে অক্সিজেনের কারণে মারা গিয়েছেন ২৫ জন রুগী। একান্ত নিরুপায় হয়ে এবার রাজ্যগুলির কাছে অক্সিজেন চেয়ে কাতর আর্জি জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তার অনুরােধ, যদি কোনাে রাজ্যে। বাড়তি অক্সিজেন থাকে তবে তা যেন রাজধানীতে পাঠানাে হয়। কেন্দ্র সাহায্য করছে কিন্তু অক্সিজেনের যথেষ্ট ঘাটতি রয়েছে। সে কারণে তিনি এই আর্জি জানিয়েছেন বলে সােশ্যাল মিডিয়ায় দাবি করেছেন কেজরিওয়াল।