দিল্লির মসনদের সামনে মাথা নত করব না : শরদ পাওয়ার

বােম্বে হাইকোর্টের নির্দেশে ইডি শরদ পাওয়ার, অজিত পাওয়ার (ভাইপাে) সহ ৭০ জনের বিরুদ্ধে অর্থজালিয়াতির মামলা দায়ের করেছে।

Written by SNS Mumbai | September 26, 2019 3:33 pm

শরদ পাওয়ার (File Photo: IANS)

মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক কেলেঙ্কারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমন নিয়ে মুখ খুললেন অভিযুক্ত শরদ পাওয়ার-ইডির পাঠানাে সমন মােতাবেক নির্দিষ্ট দিনে ইডি দফতরে হাজিরা দেব। কিন্তু মাথানত করব না।

তিনি বলেন, ‘২৭ সেপ্টেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দেব’। পাশাপাশি তিনি ইডি’র সমনে উল্লেখিত হাজিরার দিন নিয়ে কটাক্ষের স্বরে বলেন, ‘ইডি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে ডেকে পাঠিয়েছে। দুপুর ২টার সময়ে ইডি দফতরে হাজিরা দেব। মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক দুর্নীতির তদন্তে যা যা তথ্য চেয়েছে, সেগুলি জমা দেব’।

তিনি বলেন, ‘ভােটের প্রচারে বেশিরভাগ সময়ে আমি মুম্বইয়ের বাইরে থাকব। ইডি আধিকারিকরা যেন ভুল না বােঝেন যে আমাকে পাওয়া যাচ্ছে না। আমি ইডি দফতরে যাব। শুধু তাই নয়, যা যা তথ্য চেয়েছেন তা জমা দেব’।

পাওয়ার বলেন, ‘দেশের সংবিধানের ওপর আমার বিশ্বাস রয়েছে। আমরা ছত্রপতি শিবাজি মহারাজের ভাবাদর্শ অনুসরণ করি। দিল্লির মসনদে সামনে আমরা মাথা নত করব না’।

বােম্বে হাইকোর্টের নির্দেশে ইডি শরদ পাওয়ার, অজিত পাওয়ার (ভাইপাে) সহ ৭০ জনের বিরুদ্ধে অর্থজালিয়াতির মামলা দায়ের করেছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘হাইকোর্টের নির্দেশে ইডি মামলা দায়ের করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কার্য পদ্ধতির নেপথ্যে কোনও রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে বলে ধরে নেওয়াটা ভুল। শুধু তাই নয়, রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে ধরে নিলেও ভুল হবে’। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মুখে বড় রকমের ধাক্কা খেল পাওয়ার পরিবার।

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি)-র প্রধান শারদ পাওয়ার, ভাইপাে অজিত পাওয়ারের বিরুদ্ধে মঙ্গলবার অর্থপাচারের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাওয়ার পরিবারের বাইরে এই মামলায় আরও ৭৫ জনের নাম রয়েছে। মহারাষ্ট স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক (এমএসসিবি) তছরুপের ঘটনায় এই মামলা বলে ইডির তরফে জানানাে হয়েছে।

গত অগস্টেই এনসিপি নেতা শারদ পাওয়ার ও তাঁর ভাইপাে অজিত পাওয়ার-সহ তছরুপে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল বােম্বে হাইকোর্ট। মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখাকে অভিযুক্তদের বিরুদ্ধে এফআহার করতে বলা হয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশের পরেই এনসিপি নেতা সহ মােট ৭৭ জনের বিরুদ্ধে ব্যাঙ্ক তছরুপের মামলা দায়ের হয়েছে।

মুম্বই পুলিশের এফআইআরের উপর ভিত্তি করেই অভিযুক্তদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযােগ এনে, মামলা করেছে ইডি। সম্প্রতি সুরিন্দর অরােরা নামে এক ব্যক্তির পিটিশনের ভিত্তিতেই একসঙ্গে এতজনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি। এনসিপি নেতাদের পরিচালিত মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ নিয়ে। তছরুপের অভিযােগ করে, তিনি তদন্তের দাবি জানিয়েছিলেন হাইকোর্টে। তাঁর সেই দাবি মেনেই হাইকোর্ট অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বলে। সেইমতােই পদক্ষেপ করে ইডি।