কোভিড চিকিৎসায় নিষিদ্ধ হাইড্রক্সিক্লোরােকুইন ও আইভারমেক্টিন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস কোভিড চিকিৎসায় আইভারমেক্টিন ও হাইড্রক্সিক্লোরােকুইনের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছিল।

Written by SNS Delhi | September 27, 2021 7:37 pm

প্রতিকি ছবি (File Photo: IANS)

কোভিড চিকিৎসার নির্দেশিকা থেকে আইভারমেনি ও হাইড্রক্সিক্লোরােকুইনকে বাদ দিল আইসিএমআর। কোভিডের বিরুদ্ধে এই দুটি ওষুধ যথেষ্ট উপযােগী, এমন কোনও প্রমাণ মেলেনি বলেই দেশের এই স্বাস্থ্য বিষয়ক সংস্থার বিশেষজ্ঞদের দাবি।

আইসিএমআর-এক সংক্রামক রােগ বিভাগের প্রধান সমীরণ পান্ডা বলেন, ‘এই দুটি ওষুধ কোভিড চিকিৎসার জন্য উপযুক্ত কিনা তা নিয়ে বিস্তর আলােচনা হয়েছে। অবশেষে বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেন, যেহেতু দুটি ওষুধের যথেষ্ট কার্যকরিতার প্রমাণ পাওয়া যায়নি, তাই কোভিড চিকিৎসার তালিকা থেকে বাদ দেওয়া হল এগুলিকে।

গত মে মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস কোভিড চিকিৎসায় আইভারমেক্টিন ও হাইড্রক্সিক্লোরােকুইনের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছিল। এবং এই দুটি ওষুধ বন্ধ করার পক্ষে সওয়াল করেছিল তারা। কিন্তু তখন আইসিএমআর তাদের সঙ্গে সহমত হয়নি।