• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সরকারি ইঞ্জিনিয়ারের ১৪ ঠিকানায় অভিযান, বিপুল সম্পদ উদ্ধার

তেলেঙ্গানায় এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে বিপুল সম্পদ উদ্ধার হল। তদন্তকারীরা জানিয়েছেন, ইঞ্জিনিয়ারের নাম হরি রাম।

প্রতীকী ছবি

তেলেঙ্গানায় এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে বিপুল সম্পদ উদ্ধার হল। তদন্তকারীরা জানিয়েছেন, ইঞ্জিনিয়ারের নাম হরি রাম। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ক্ষমতার অপপ্রয়োগ এবং দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। কী ভাবে এই সম্পত্তির অধিকারী হলেন, আর কোথায় কত সম্পত্তি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ পেয়ে তেলঙ্গানায় সেচ দপ্তরের ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযানে নামে দুর্নীতিদমন শাখা (এসিবি)। হরি রামের ১৪টি ঠিকানায় তল্লাশি অভিযানে যায় এসিবি। তল্লাশি চালানো হয়ে ইঞ্জিনিয়ারের আত্মীয়দের বাড়িতেও। সেই তল্লাশি অভিযানে দু’টি বিদেশি গাড়ি, সোনার গয়না, এ ছাড়াও নগদ টাকাও মিলেছে।

Advertisement

এছাড়া শ্রীনগরে দু’টি ফ্ল্যাট, মাধাপুর এবং নরসিঙ্গিতে কয়েক একর জমি ছাড়াও সৈকপেট, কোন্ডাপুরে প্রচুর সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। হায়দরাবাদে আরও কয়েকটি বাড়ি এবং বাংলোর সন্ধান পেয়েছে পেয়েছে এসিবি। কী ভাবে বিপুল সম্পত্তির অধিকারী হলেন তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

Advertisement

Advertisement