হাসপাতাল যেন লাভজনক সংস্থা : সুপ্রিম পর্যবেক্ষণ

গত সােমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এম আর শাহের ডিভিশন বেঞ্চে করােনা বিষয়ক এক মামলার শুনানি ছিল।

Written by SNS Delhi | July 21, 2021 8:36 pm

সুপ্রীম কোর্ট (File Photo: iStock)

গত সােমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এম আর শাহের ডিভিশন বেঞ্চে করােনা বিষয়ক এক মামলার শুনানি ছিল।

সুপ্রিম কোর্ট স্বতঃস্ফুর্ত ভাবে করােনা রােগিদের চিকিৎসা, দেহ সৎকার, হাসপাতালের পরিকাঠামাে নিয়ে মামলা রুজু করে থাকে।

এই মামলায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ- ‘মানুষের বিপদে ফায়দা তােলা হাসপাতাল গুলি বন্ধ করা উচিত। বেসরকারি চিকিৎসা ব্যবস্থা যেন লাভজক সংস্থা হয়ে উঠছে। এ গুলি আর মানুষের সেবা করে না।

পাশাপাশি গুজরাট রাজ্য সরকারের অগ্নিসুরক্ষায় অডিট রিপাের্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। যেখানে সুপ্রিম নির্দেশিকার রাজ্য প্রশাসন অভিযুক্ত হাসপাতাল গুলিকে রক্ষা করতে প্রশাসনিক নির্দেশ দিয়েছিল। আর এতেই ক্ষুব্ধ হয় সুপ্রিম কোর্ট।