• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

ভগবান রামকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার উত্তর প্রদেশের যুবক

ভগবান রামকে নিয়ে সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার উত্তর প্রদেশের গাজিপুরের মহম্মদবাদ কোতোয়ালির এক যুবক।

ভগবান রামকে নিয়ে সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার উত্তর প্রদেশের এক যুবক। অভিযুক্ত গাজিপুরের মহম্মদবাদ কোতোয়ালির গৌসপুর কাথাউতের বাসিন্দা সুরেশ পাসোয়ানের ছেলে মনদীপ পাসওয়ান। ইনস্টাগ্রামে একটি পোস্টে ভগবান রামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি।

এরপর টিম রাম ভক্ত সেবা, উত্তরপ্রদেশ পুলিশকে এক্স হ্যান্ডেলে পোস্টটি ট্যাগ করে এবং মনদীপ পাসোয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। ৬ নভেম্বর গাজিপুর কোতোয়ালি পুলিশ ৩৫৩ (২) ধারায় মনদীপ পাসোয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।

কোতোয়ালির সাব-ইন্সপেক্টর রাজকুমার শুক্লা এই মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত যুবকের খোঁজ শুরু করে। গত দু’তিন অভিযুক্ত পলাতক ছিলেন। শনিবার কোতোয়ালি পুলিশ অভিযুক্ত যুবক মনদীপ পাসোয়ানকে গ্রেপ্তার করে।

কোতোয়ালির ইনচার্জ দীনদয়াল পান্ডে বলেন, অভিযুক্ত মনদীপ পাসোয়ান, ইনস্টাগ্রামে ভগবান শ্রী রামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর ফলে আঘাত প্রাণ হিন্দু ধর্মবলম্বীরা। গোরাবাজার থানার কোতয়ালির সাব-ইন্সপেক্টর রাজকুমার শুক্লা মামলা দায়ের করেন। হেতিমপুর তিরাহার কাছে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মনদীপ পাসোয়ানের এই বক্তব্যের পর হিন্দু সংগঠনগুলির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত মনদীপ পাসোয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।