হরিয়ানা কুর্সিতে সাইনি চমক বিজেপির

Written by SNS March 12, 2024 6:00 pm

প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া ঠেকাতেই লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মুখ বদল বিজেপির

চণ্ডীগড়, ১২ মার্চ– হরিয়ানার কুর্সিতে সাইনি চমক বিজেপির৷ মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের পদত্যাগের পর নতুন দলনেতা নায়েব সিং সাইনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন৷
হরিয়ানার কুর্সির এই পরিবর্তনের ইঙ্গিত শুরু হয় মঙ্গলবার সকালে৷ চণ্ডীগডে় মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের বৈঠকে ডাক পাননি বিদায়ী উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা৷ ডাকা হয়নি জেজেপি (জননায়ক জনতা পার্টি)-র অন্য মন্ত্রী, বিধায়করাও৷ এই পরিস্থিতিতে দিল্লিতে দলের পদাধিকারী এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করে দিল্লি৷ বৈঠক শুরু হয় চণ্ডীগড়েও৷ বৈঠক শেষে বিজেপি বিধায়ক কৃষ্ণলাল মিধ্যা বলেন, ‘আজ বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী সাইনি-সহ অন্য মন্ত্রীরা শপথ নেবেন৷’ এরই মধ্যে চণ্ডীগডে় বিজেপি ও তার সহযোগী বিধায়কদের বৈঠকে মুখ্যমন্ত্রী পদে খট্টরের উত্তরসূরি হিসাবে কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ নায়েব সিংহ সাইনির নাম চূড়ান্ত হয়েছে বলে জানায় সংবাদ সংস্থা পিটিআই৷ জেজেপির তরফে জানানো হয় আসন্ন লোকসভা ভোটে সে রাজ্যের ১০টি আসনেই একক ভাবে লড়বে তারা৷
এরপরই মঙ্গলবার বিকেলে ৫৪ বছর বয়সি সাইনি রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়র সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান৷ তার আগেই বিজেপি তাঁকে বিধানসভার দলনেতা নির্বাচিত করে৷ অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রভাবশালী নেতা সাইনি কুরুক্ষেত্রের এমপি৷ গতবছরের অক্টোবরে রাজ্য বিজেপির সভাপতি হন৷
উল্লেখ্য, সোমবার হরিয়ানা সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রী খট্টরের ভূয়সী প্রশংসা করেছিলেন৷ স্মৃতিচারণা করতে গিয়ে বলেছিলেন, ‘আমরা দু’জনে এক সময় মোটরসাইকেলে হরিয়ানার গ্রামে গ্রামে ঘুরে সংগঠনের কাজ করেছি৷’ কিন্ত্ত সেই মোদির মঞ্চে ওঠার ২৪ ঘণ্টার মধ্যেই ইস্তফা দিতে হল খট্টরকে৷ চলতি বছরের শেষেই হরিয়ানায় বিধানসভা ভোট হওয়ার কথা৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন ন’বছরের মুখ্যমন্ত্রী খট্টরের বিরুদ্ধে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া রয়েছে হরিয়ানায়৷ পরপর দুবারের মুখ্যমন্ত্রী খট্টরের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া উঠতে পারে, তা আঁচ করেই লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মুখ বদল বিজেপির৷
সাইনি খট্টরের অত্যন্ত ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত৷ এদিন দুপুরের পর বিজেপির পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনক্রমে তাঁকে দলনেতা ঠিক করা হয়৷ ওই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা এবং জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ৷ প্রসঙ্গত, লোকসভার পর এ বছরের শেষ নাগাদ বিধানসভা ভোটও আছে হরিয়ানায়৷ গুজরাত ও উত্তরাখণ্ডেও ভোটের আগে একইভাবে মুখ্যমন্ত্রী বদল করেছিল দল৷
৯০ আসনের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ৪৬৷ বিজেপির ৪১ জন বিধায়ক রয়েছে৷ এ ছাড়াও ছ’জন নির্দল এবং হরিয়ানা লোকায়িত পার্টির (এইচএলপি)-র বিধায়ক গোপাল কান্ডার সমর্থন রয়েছে বিজেপির কাছে৷ বিরোধী শিবিরে কংগ্রেসের ৩০ এবং ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের (আইএনএলডি) এক জন৷ জেজেপির ১০ জন বিধায়ক তাদের স্থান এখন স্পষ্ট করেনি৷