গাজা , ১৪ জুন – ইজ়রায়েলি সেনার হামলায় কোনও বিরাম ঘটেনি গাজায় । তাকে একপ্রকার উপেক্ষা করেই পশ্চিম এশিয়ায় শুরু হয়েছে হজযাত্রা। ইসলামি দিনক্ষণ ও সময় মেনে শুক্রবার হজযাত্রার সূচনার কথা ঘোষণা করে সৌদি আরব সরকার। তবে যুদ্ধের আবহে অশান্তি রুখতে হজযাত্রীদের জন্য এবার বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে সৌদির হজ এবং উমরাহ মন্ত্রক।
Advertisement
Advertisement
Advertisement



