বক্তৃতা দেওয়ার সময় জ্ঞান হারালেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। রবিবার ভদোদোরা জেলার নিজামপুরের একটি জনসভায় বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। সেই সময় আচমকাই জ্ঞান হারান তিনি। দ্রুত তাঁর নিরাপত্তারক্ষীরা এবং উপস্থিত বিজেপি নেতারা তাঁর কাছে পৌছলেও তিনি মঞ্চেই পড়ে যান। যদিও কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে।
ফেব্রুয়ারি গুজরাত পুরসভার ভােট রয়েছে। সে কারণে তিনি তিনটি জনসভা করবেন বলে জানা গিয়েছিল। এদিন তারসালি এবং কারেলিবাগের পর নিজামপুরের মঞ্চে তিনি বক্তব্য রাখেন। সেই মঞ্চেই এই বিপত্তি ঘটে।
Advertisement
যদিও সন্ধ্যা থেকে তাঁর কোনও অসুস্থতা ধরা পড়েনি। অত্যধিক ক্লান্তির কারণেই মুখ্যমন্ত্রী অসুস্থ হয়ে যান বলে জানিয়েন রাজ্যের উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল। গান্ধিনগর যাওয়ার আগে ভদোদোরা বিমানবন্দরে বিজয় রূপানিকে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন।
Advertisement
Advertisement



