বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রায় ৭০০ মিটার গভীর খাদে পড়ল বরযাত্রীর গাড়ি। শনিবার গভীর রাতে হিমাচলের মান্ডিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় এক কিশোর সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, মারুতি গাড়িটিতে পাঁচ জন ছিলেন। শনিবার রাতে মান্ডির বারোতে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন তাঁরা। আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এর জেরে গাড়িতে থাকা পাঁচ জনেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের বয়স ১৬ বছর। বাকিদের সকলের বয়স ২৫ থেকে ৩০–এর মধ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রাজেশ, গঙ্গু, কর্ণ, সাগর এবং অজয়। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার ভোরে স্থানীয় এক যুবক গাড়িটিকে খাদে পড়ে থাকতে দেখেন। তিনিই বাকি গ্রামবাসীদের ডেকে আনেন। পঞ্চায়েতের প্রতিনিধি এবং পুলিশকে খবর দেওয়া হয়। প্রায় ৭০০ মিটার গভীর খাদ থেকে দেহ উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। উদ্ধারকাজে সাহায্য করেন স্থানীয়রাও। উদ্ধারের পর দেখা যায়, গাড়িতে থাকা পাঁচজনেরই মৃত্যু হয়েছে।
Advertisement
উদ্ধারের পর দেহগুলি ময়নাতদন্তের জন্য যোগীন্দ্রনগর সিভিল হাসপাতালে পাঠানো হয়। এরপর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মান্ডির পুলিশ সুপার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে।
Advertisement
Advertisement



