‘বাড়তি’ দিনে ডুডলের নতুন সাজ

Written by SNS February 29, 2024 5:04 pm

২৯ ফেব্রুয়ারির এই বিশেষ দিনটি বিশ্বজুড়েই নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন হয়৷ বাদ পড়ল না গুগলও৷ বিশেষ দিন উপলক্ষে নয়া সাজে দেখা দিল গুগল ডুডল৷

এই বাড়তি দিনের সূচনা ৪৬ খ্রিষ্টাব্দের পর থেকেই৷ বিশ্বজুড়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে, চার বছর অন্তর ক্যালেন্ডারে যোগ হবে বাড়তি একটা দিন৷ কারণ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৬ ঘণ্টা৷ ওই ৬ ঘণ্টা সময় মিলিয়ে চার বছর অন্তর একটা করে বাড়তি দিন যোগ হয় ক্যালেন্ডারে৷ বাড়তি এই দিন উদযাপন করতে চার বছর ধরে অপেক্ষায় থাকেন সকলে৷ সেই উপলক্ষেই বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল৷ একটি জিফের মাধ্যমে তুলে ধরা হয়েছে লিপ ডের বিশেষত্ব৷ সেখানে দেখা যাচ্ছে, ২৮ এবং ১ লেখা দুটি পাথর রয়েছে নদীর বুকে৷ হঠাৎ করেই পাথর দুটির মাঝখানে লাফিয়ে ঢুকে পড়ে একটি কোলাব্যাং৷ পদ্মপাতার উপরে এসে বসে পড়ে ২৯ নম্বরের ব্যাংটি৷ বিশেষ ডুডল প্রকাশ করে গুগলের শুভেচ্ছা, “সকলকে হ্যাপি লিপ ডে”৷

প্রথমবারের বিশেষ ডুডল প্রকাশিত হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট৷ তবে একেবারে নতুন রূপে বিশেষ ডুডল তৈরি শুরু হয় ২০০৫ থেকে৷