উর্ধ্বমূখী সোনার দাম

Written by Shrima Banerjee February 22, 2024 4:33 pm

কলকাতা, ২২ ফেব্রুয়ারি– এ যেন কলকাতার তাপমাত্রার পারদ৷ শীত বিদায় নিতেই চড়চড় করে বেড়ে চলেছে গ্রীষ্মের তাপমাত্রা৷ ঠিক তেমনই অবস্থা সোনার দরে৷ সোনার  দম ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহে নিম্নমুখীই ছিল বৃহস্পতিবারে একধাক্কায় বেশ কিছুটা দাম বাড়ল সোনার৷ পিছিয়ে নেই রুপোও৷ সোনা সঙ্গে পাল্লা দিয়ে বেডে়ছে রুপোর দাম৷ আজ যদি সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে

সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-
২২ ক্যারেট সোনার দাম-
২২ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৬১০ টাকা৷
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৭৬ হাজার ১০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা বেশি৷
২৪ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও বেডে়ছে৷ আজ ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬২ হাজার ৭৫০ টাকা৷
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা বেশি৷
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের সোনার দামও আজ সামান্য বেডে়ছে৷ ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৭ হাজার ১৪০ টাকা৷
১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৪ লক্ষ ৭১ হাজার ৪০০ টাকা৷ একদিনে দাম বেডে়ছে ১০০ টাকা৷
রুপোর দাম-
সোনার দাম যেমন বেডে়ছে, তেমনই বেডে়ছে রুপোর দামও৷ ১০০ গ্রাম রুপোর আজ দাম রয়েছে ৭৫৮০ টাকা৷ ১ কেজি রুপোর দাম ৭৫ হাজার ৮০০ টাকা, যা গতকালের থেকে ১০০ টাকা বেশি৷