ছাপিয়ে গেল পূর্বাভাস, তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ৮.৪ শতাংশ

Written by SNS February 29, 2024 6:58 pm

প্রতিকি ছবি (Photo: iStock)

দিল্লি, ২৯ ফেব্রুয়ারি– অক্টোবর-ডিসেম্বরের ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধি নিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞরা যে পূর্বাভাস দিয়েছিলেন, প্রকৃত বৃদ্ধির হার তা ছাপিয়ে গিয়েছে৷ আর্থিক বৃদ্ধির হারে ক্রমশ উন্নতি করছে ভারত৷ জাতীয় পরিসংখ্যান দফতরের (এনএসও) তরফে বৃহস্পতিবার যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, ২০২৩-’২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর মাসে ভারতের জিডিপি বৃদ্ধির হার  ৮.৪ শতাংশ৷ যেখানে ২০২২-’২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে এই হার ছিল মাত্র ৭.৮ শতাংশ৷

চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর এই বৃদ্ধির হার ৮ শতাংশের কম ছিল৷ তার থেকে এ বার কিছুটা উন্নতি হয়েছে৷ এই ধারা বজায় থাকলে চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৭.৬ শতাংশকে ছাপিয়ে যাবে বলে অর্থনীতি বিশেষজ্ঞদের একাংশের মত৷

রয়টার্সের অর্থনৈতিক বিশেষজ্ঞরা ২০২৩-’২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক ৬.৬ শতাংশ জিডিপি বৃদ্ধির ভবিষ্যদ্বাণী করলেও বাস্তবে তার চেয়ে অনেকটাই বেশি বেডে়ছে৷ বস্তুত, চলতি বছরের জানুয়ারিতে এনএসও প্রাথমিক অনুমানে জানিয়েছিল, ২০২৩-২৪ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৭.৩ শতাংশ হতে পারে৷ কিন্ত্ত বৃহস্পতিবার সেই অনুমান সংশোধন করে ৭.৬ শতাংশ করা হয়েছে৷

প্রসঙ্গত, অতিমারি এবং ইউক্রেন যুদ্ধে অনিশ্চিত হয়ে পড়া বিশ্ব অর্থনীতিতে ভারত যে ব্যতিক্রমী, দু’বছর আগেই সে কথা জানিয়েছিল, বিশ্ব ব্যাঙ্ক, আইএমএফ, ব্লুমবার্গ ইকনমিক্স-সহ বিভিন্ন আর্থিক ও পরামর্শদাতা সংস্থা৷ এই পরিস্থিতিতে ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ ছুঁতে পারবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল৷ কিন্ত্ত গত বছরের মে মাসে প্রকাশিত সরকারি রিপোর্ট জানায়, জিডিপি বৃদ্ধির হার ৭.২ শতাংশ৷ এ বার তা আরও বাড়তে চলেছে৷