• facebook
  • twitter
Wednesday, 13 August, 2025

পহেলগাম কাণ্ডের পরেই ‘আইসিএস কাশ্মীরে’র প্রাণনাশের হুমকি গম্ভীরকে

স্বাভাবিকভাবেই উদ্বেগে তিনি ও তাঁর পরিবার। কেন তাকেই বারবার টার্গেট করা হচ্ছে জঙ্গিদের তরফে তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

ফাইল চিত্র

পহেলগামে হামলার মাত্র দু’দিনের মধ্যেই আবারও জঙ্গি হামলার আশঙ্কা। এবার নিশানায় ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর। সূত্রের খবর, গম্ভীরকে সরাসরি খুনের হুমকি দিয়েছে ‘আইসিএস কাশ্মীরে’র জঙ্গি সংগঠন। জানা গিয়েছে, এই হুমকির পরেই দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন ভারতীয় দলের হেড কোচ।

ভারতীয় দলের প্রাক্তন এই ওপেনার জানিয়েছেন, গত ২২ এপ্রিল পরপর দুটি ইমেলে তাঁকে এই হুমকিবার্তা পাঠানো হয়। একটি বিকেলে এবং অন্যটি সন্ধ্যায়। দুটিতেই লেখা ছিল ‘আই কিল ইউ’। ইতিমধ্যেই ওই ইমেলের কপি দিল্লি পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি।

জানা যাচ্ছে, পুলিশের কাছে তিনি নিজের ও তাঁর পরিবারের সবরকম সুরক্ষার জন্য আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত, পহেলগামে ওই নৃশংস হামলার কড়া সমালোচনা করে তিনি বলেছিলেন, ভারত অবশ্যই এর জবাব দেবে। সেইজন্যই জঙ্গি সংগঠনের তরফে তাঁকে এই হুমকি বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, তার একটি রাজনৈতিক পরিচয়ও রয়েছে। ফলে সন্ত্রাসবাদীদের ‘হিটলিস্ট’-এ তাঁর নাম থাকাটা খুব একটা অস্বাভাবিক নয়।

তবে, এই প্রথম নয় এর আগেও তিনি এই ধরনের হুমকি পেয়েছেন। ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত মোট পাঁচবার জঙ্গিদের থেকে তিনি এইধরনের হুমকি পেয়েছেন। ফলে, স্বাভাবিকভাবেই উদ্বেগে তিনি ও তাঁর পরিবার। কেন তাঁকেই বারবার টার্গেট করা হচ্ছে জঙ্গিদের তরফে, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।