গ্যাসের দাম প্রতি সপ্তাহে গ্যাসের দাম প্রতি সপ্তাহে 

নতুন বছরে রান্নার গ্যাসের সিলিন্ডারে দাম নিয়ে বড়সড় পরিবর্তনের সম্ভানা। এবার আর প্রতি মাসে নয় সপ্তাহে এলপিজি সিলিন্ডারে দামে পরিবর্তন করবে গ্যাস কোম্পানিগুলি।

Written by SNS New Delhi | December 29, 2020 10:14 am

প্রতিকি ছবি (File Photo: IANS)

নতুন বছরে রান্নার গ্যাসের সিলিন্ডারে দাম নিয়ে বড়সড় পরিবর্তনের সম্ভানা। এবার আর প্রতি মাসে নয় সপ্তাহে এলপিজি সিলিন্ডারে দামে পরিবর্তন করবে গ্যাস কোম্পানিগুলি। এমনই একটি প্রস্তাব কেন্দ্রের কাছে গিয়েছে। সেই প্রস্তাবই বিবেচনায় রয়েছে। 

যতদূর জানা যাচ্ছে বিশ্ব বাজারে জ্বালানির দামের ওঠা নামার সঙ্গে সঙ্গতি রেখে প্রতি সপ্তাহে এলপিজি সিলিন্ডারে দাম স্থির করতে চাইছে তেল কোম্পানিগুলি। বর্তমান প্রেক্ষাপটে এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। রান্নার গ্যাসের সঙ্গে সাধারন মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে।

পেট্রোল ডিজেলের দাম তেল কোম্পানিগুলি স্থির করলেও গ্যাসের দাম আড়াল থেকে এখনও নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। বিদেশি লগ্নি টানতে কেন্দ্র এখন এই নিয়ন্ত্রণ তুলে দিতে চায়। সে কারণে সপ্তাহে সপ্তাহে এলপিজি সিলিন্ডারে দাম পরিবর্তন সেই লক্ষ্যেই এমনটাই মনে করা হচ্ছে।