৭৩.৫ টাকা বাড়ল গ্যাসের দাম

মাসের প্রথম দিনে বড় ধরনের ধাক্কা।ফের সরকারি তেল সংস্থাগুলি গ্যাস সিলিন্ডারে দাম বৃদ্ধি করল। প্রত্যেক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে ৭৩,৫ টাকা।

Written by SNS Delhi | August 2, 2021 3:45 pm

প্রতিকি ছবি (File Photo: iStock)

মাসের প্রথম দিনেই বড় ধরনের ধাক্কা এলাে। ফের সরকারি তেল সংস্থাগুলি গ্যাস সিলিন্ডারে দাম বৃদ্ধি করল। প্রত্যেক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে ৭৩,৫ টাকা। কেবল কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানাে হয়েছে। বাড়ির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।

গ্যাসের দামের বৃদ্ধির ফলে দিল্লিতে ১৯ কিলােগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম ১৫০০ টাকা থেকে বেড়ে ১৬২৩ টাকা হয়েছে। জুলাই মাসে বাড়ির গ্যাসের দাম বেড়েছিল ২৫.৫ টাকা।

দিল্লিতে ১৪.২ কিলােগ্রাম ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ৮৩৪,৫ টাকা। কলকাতায় এই একই পরিমাণ গ্যাসের দাম ৮৬১ টাকা। মুম্বইতে ৮৩৪.৫ টাকা এবং চেন্নাইতে ৮৫০,৫ টাকা।