এনকাউন্টারে খতম উত্তরপ্রদেশের ১ লাখি কুখ্যাত গ্যাংস্টার

Written by SNS January 5, 2024 5:17 pm

লখনউ, ৫ জানুয়ারি– অপহরণ, ডাকাতি, খুন এরকম শয়ে শয়ে মামলায় উত্তরপ্রদেশে পুলিশ বহুদিন ধরে খুঁজছিল কুখ্যাত গ্যাংস্টার বিনোদ কুমার উপাধ্যায়কে৷ কিন্ত্ত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে৷ সেই গ্যাংস্টারের মাথার দাম ছিল ১ লাখ টাকা৷ এতদিন পর অবশেষে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এনকাউন্টারে খতম হল বিনোদ৷
সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সুলতানপুরে৷ এদিন পুলিশের কাছে খবর আসে সুলতানপুরে লুকিয়ে আছে বিনোদ ও তার দলবল৷ খবর পাওয়া মাত্রই ডেপুটি পুলিশ সুপার দীপক কুমার সিংয়ের নেতৃত্বে এসটিএফ টিম পৌঁছে যায় সেখানে৷ সুলতানপুরের দেহাত কোতোয়ালি এলাকার একটি বাড়িতে বিনোদ রয়েছে বলে খবর ছিল পুলিশের কাছে৷ পুলিশ সূত্রে খবর, প্রথমে বাড়িটি ঘিরে ফেলা হয়৷ তারপর আস্তে আস্তে বাড়ির মধ্যে ঢোকে পুলিশ৷ তখনই বিনোদ বুঝতে পারে পালানোর পথ নেই৷ পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে৷ পুলিশও জবাব দেয়৷ শুক্রবার ভোর পর্যন্ত দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে৷ পুলিশ জানিয়েছে এই গুলির লড়াইয়েই বিনোদের মৃতু্য হয়েছে৷
উত্তরপ্রদেশের লখনউ ও গোরক্ষপুরের মানুষের কাছে ত্রাস ছিল বিনোদ৷ গোরক্ষপুর, বাস্তি, সন্ত কবীর নগর ও লখনউতে একাধিক অপরাধমূলক কাজ করার অভিযোগ রয়েছে বিনোদ ও তার গ্যাংয়ের বিরুদ্ধে৷ খুন, ডাকাতি, অপহরণ, ছিনতাই, মুক্তিপণ দাবির মতো অপরাধমূলক কাজের অভিযোগে একাধিক মামলা রুজু আছে বিভিন্ন থানায়৷
পুলিশ হন্যে হয়ে খুঁজছিল বিনোদকে৷ বারবারই পুলিশকে বোকা বানিয়ে পালিয়ে যাচ্ছিল সে৷ পুলিশ বিনোদের জন্য ১ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করে৷ শেষ পর্যন্ত বিনোদ খতম হল এনকাউন্টারে৷