• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রুশ সেনায় ভারতীয়দের যোগদান, সতর্ক করল নয়াদিল্লি

ইউক্রেনের বিরুদ্ধে চলা যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইউক্রেনের বিরুদ্ধে চলা যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। রাশিয়ায় কর্মসংস্থানের খোঁজে গিয়ে ভারতীয়দের সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র। বিদেশ মন্ত্রক এই নিয়ে বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে রাশিয়ায় থাকা ভারতীয়দের সর্তক করেছে।

বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, রুশ সেনায় যোগদানের কোনও প্রস্তাবে সাড়া না দিতে ভারতীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, ভারত সরকার রুশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতীয়দের মুক্তির দাবি জানিয়েছে।

Advertisement

সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়, রাশিয়ায় কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাওয়া হয় দুই ভারতীয় নির্মাণ শ্রমিককে। কিন্তু সেখানে নির্মাণকাজের বদলে তাঁদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে রুশ সেনার পক্ষে লড়তে বাধ্য করা হয়। তাঁদের অভিযোগ, আরও অন্তত ১৩ জন ভারতীয় একইভাবে রুশ বাহিনীতে নিয়োজিত রয়েছেন।

Advertisement

এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি আমরা সংবাদমাধ্যমে দেখেছি যে, কিছু ভারতীয় নাগরিককে রাশিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারত সরকার গত এক বছর ধরে বহুবার এই ধরনের পরিস্থিতির ঝুঁকি সম্পর্কে ভারতীয়দের সচেতন করেছে।’

ভারত সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নয়াদিল্লি ও মস্কো উভয় জায়গায় রুশ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রাশিয়ায় থাকা ভারতীয়দের কাছে সরকারের স্পষ্ট বার্তা, কোনও প্রলোভনে পড়ে যেন সেনাবাহিনীতে যোগ না দেওয়া হয়।

ভারত সরকার আশ্বাস দিয়েছে, রুশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ভারতীয় নাগরিকদের সুরক্ষা ও প্রত্যাবর্তন নিশ্চিত করতে সক্রিয় পদক্ষেপ করা হবে।

Advertisement