• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দুই মহিলা সেনা আধিকারিককে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি বিদেশ সচিব বিক্রম মিস্রি

বিদেশ সচিব জানিয়েছেন, পহেলগামের ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলেছেন। এখনও কথা চলছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

পহেলগাম হামলার জেরে ভারতের প্রত্যাঘাত একাধিক জঙ্গি ঘাঁটিতে। পাল্টা প্রত্যাঘাত করতে গিয়েও ব্যর্থ হয় পাকিস্তান। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের এই যুদ্ধ যুদ্ধ আবহে আন্তর্জাতিক মহলে ভারতকে দোষারোধ করে চলেছে পাকিস্তান। তারা রাষ্ট্রপুঞ্জ ও অন্যান্য শক্তিধর দেশের মাধ্যমে ভারতের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে। তার জবাবে বৃহস্পতিবার ভারতের বিদেশ সচিব দুই মহিলা সেনা আধিকারিক কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্য়োমিকা সিং-কে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়ে বিদেশ সচিব বিক্রম মিস্রি অভিযোগ করেন, পাকিস্তানই প্রথম শুরু করেছে।

তিনি এদিন স্পষ্ট ভাষায় বলেন, ‘শুরুটা আমরা করিনি। শুরুটা হয়েছিল, গত ২২ এপ্রিল পহেলগামের জঙ্গি হামলায়।’ সাংবাদিক বৈঠকে পাকিস্তান কীভাবে ভারতে সন্ত্রাস চালানোর জন্য দিনের পর দিন জঙ্গিদের প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, সে কথাও তুলে ধরেন তিনি। তিনি আরও বলেন, ‘পহেলগামের ঘটনা যে নৃশংস,আত্মরক্ষার স্বার্থে আমাদের যে প্রত্যাঘাত করার অধিকার আছে, সেটাই মেনে নেওয়া হচ্ছে।’ বিদেশ সচিব জানিয়েছেন, পহেলগামের ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলেছেন। এখনও কথা চলছে।

Advertisement

এদিন এই আন্তর্জাতিক স্তরের সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে কতজন জঙ্গিকে মারা হয়েছে সেই বিষয়টি খোলসা করেন বিদেশ সচিব। বিক্রম মিস্রি বলেন, এই বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত নেই। অপারেশনের পর মাত্র ৩৬ ঘণ্টা পেরিয়েছে। ধৈর্য ধরুন। আরও তথ্য সামনে আসবে। বিদেশ সচিব বলেন, ‘পাকিস্তানই সবটা শুরু করেছে। আমরা তার জবাব দিচ্ছি। যদি পাকিস্তান আরও কিছু করতে চায়, তাহলে যথাযথ জবাব দেওয়া হবে। আত্মরক্ষার স্বার্থে ভারতের এই হামলা করার অধিকার আছে।’

Advertisement

এদিনের বৈঠকে সাংবাদিকদের পক্ষ থেকে আরও একটি প্রশ্ন ধেয়ে আসে বিদেশ সচিবের দিকে। প্রশ্ন করা হয়, ভারতের রাফায়েল ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী। এই প্রশ্নের জবাবে বিদেশ সচিব বলেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই। এটা(পাকিস্তান) এমন একটা দেশ, যারা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলতে শুরু করেছে। রাষ্টপুঞ্জেও তারা হামেশাই মিথ্যা কথা বলে থাকে। পাকিস্তান ৭৫ বছর আগে এসব শুরু করেছে।’

ফের বিদেশ সচিবকে প্রশ্ন করা হয়, পাকিস্তানের এক মন্ত্রী দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বৈঠক চলছে। জবাবে বিদেশ সচিব জানালেন, না এমন কোনও তথ্য তাঁর জানা নেই। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে যা বলা আছে, তার বাইরে অপারেশন নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হবে না।

Advertisement