• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

হড়পা বানে বিপর্যস্ত ধর্মশালা, জলের তােড়ে ভেসে গেল গাড়ি

হিমাচল প্রদেশের ধর্মশালা বিপর্যস্ত হয়ে পড়েছে। মেঘভাঙা বৃষ্টির জেরে দেখা দিয়েছে হড়পা বান। স্থানীয় বাসিন্দারা আটকে পড়েছেন। বহু ক্ষয়ক্ষতি হয়েছে।

হড়পা বান (Photo: IANS)

হিমাচল প্রদেশের ধর্মশালা বিপর্যস্ত হয়ে পড়েছে। মেঘভাঙা বৃষ্টির জেরে দেখা দিয়েছে হড়পা বান। স্থানীয় বাসিন্দারা আটকে পড়েছেন। বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি পর্যটকরাও আটকে পড়েছেন। জলের তােড়ে বাড়ি ভেঙে গিয়েছে, ভেসে গিয়েছে গাড়ি।

এই ঘটনায় আরও মৃত্যু না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক। ম্যাকলিয়ডগঞ্জের স্টেশন হাউস অফিসার বিপিন চৌধুরী এই হড়পা বানের একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা যাচ্ছে, ধর্মশালার ভাগসুনাগ এলাকার রাস্তার ওপর দিয়ে প্রবল বেগে জল বয়ে যাচ্ছে। আর সেই জলের স্রোত এতটাই তীব্র রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি ভেসে যাচ্ছে। জলের তােড়ে বাড়িঘরেরও ক্ষয়ক্ষতি হয়েছে। 

Advertisement

ধর্মশালা থেকে ৬০ কিলােমিটার দূরে কাংড়া জেলায়ও প্রবল বৃষ্টির ফলে হড়পা বান দেখা দেয়। ভাগসুনাগ হিমাচল প্রদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এই কেন্দ্র এখন নদীর রূপ নিয়েছে। শুধু কাংড়াই নয়, আর বেশ কিছু জায়গা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement

Advertisement