গুরুগ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু ৫ জনের

গুরুগ্রামে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ জন। শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ ৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে ছুটতে থাকা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায়। দুর্ঘটনায় গাড়ির ভিতরে থাকা ৬ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এক যাত্রীকে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুর্ঘটনার সময় গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। তীব্র গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে মাঝের ডিভাইডারে। সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল যে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর উত্তর প্রদেশের।

ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং গাড়ির মালিকের খোঁজ নেওয়া হচ্ছে। মালিকের সঙ্গে যোগাযোগ করা গেলে তাঁদের পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত যাত্রীর অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকেরা তাঁর অবস্থা ক্রমাগত পর্যবেক্ষণ করছেন। পথ দুর্ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশবাহিনী।