শনিবার ভোরে বড়সড় দুর্ঘটনার মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেল গরিব রথ এক্সপ্রেস। মুম্বইয়ের বান্দ্রা থেকে দিল্লির সরাই রোহিল্লা স্টেশনের উদ্দেশ্যে রওনা হওয়া এই ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে রাজস্থানের সেন্দ্রা স্টেশনের কাছে। যদিও আগুন যাত্রীদের কামরায় ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফলে বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি রাত ১১টা ৩০ মিনিট নাগাদ আবু রোড স্টেশন থেকে ছেড়ে আসে এবং ভোর ৩টা ৪৫ মিনিট নাগাদ আজমেঢ় পৌঁছনোর কথা ছিল। পথে কোনও স্টপেজ না থাকলেও সেন্দ্রা স্টেশনের কাছে দিয়ে যাওয়ার সময় গতি কম থাকায় ঘটনাটি সামাল দেওয়া সম্ভব হয়। রাত প্রায় ৩টা নাগাদ ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখেন কিছু যাত্রী। এরপরই আগুনের লেলিহান শিখা লক্ষ্য করা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লোকো পাইলটকে, যিনি দ্রুত ট্রেন থামিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। তবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৫০০-র বেশি যাত্রীকে দ্রুত নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনা হয়। এরপর আগুন নেভানোর কাজ শুরু হয় এবং সকাল আটটার মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্টসার্কিট বা কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণেই ইঞ্জিনে আগুন লেগেছে। রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।