এইমসে আগুন, হতাহতের খবর নেই

এইমসের পি সি ব্লকের দ্বিতীয় তলে বিকেলের দিকে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

Written by SNS New Delhi | August 18, 2019 5:19 pm

এইমসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। (Photo: IANS)

এইমসের পি সি ব্লকের দ্বিতীয় তলে বিকেলের দিকে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। হতাহতের কোনও খবর নেই। সাড়ে চারটে নাগাদ আগুন লাগার খবর পেয়ে দমকলের ৩৪টি ইঞ্জিন এইমসে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেটলি ৯ আগস্ট থেকে এইমসে ভর্তি রয়েছেন। কিন্তু ওই ব্লকে নয়। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন অর্থমন্ত্রী জেটলিকে লাইফ সাপোর্ট ইউনিটে রাখা হয়েছে। এইমসের তরফে জানানাে হয়েছে, কোনও রােগি তার শরীরে রক্তসঞ্চালন করার জন্য পর্যাপ্ত বায়ু ফুসফুস থেকে সরবরাহ করতে ব্যর্থ হলে তাঁকে ইসিএমও (এক্সট্রা কপােরেল মেমব্রেন অক্সিজেনেশন ) ইউনিটে রেখে বাইরে থেকে শ্বাসপ্রশ্বাস চালানাের ব্যবস্থা করা হয়।

কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিএসপি সুপ্রিমাে মায়াবতী, অভিষেক মনু সিঙঘভি, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এইমসে গিয়ে জেটলির খোঁজখবর নেন।

মায়াবতী বলেন, ‘এইমসে গিয়ে দেশের প্রাক্তন অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি। তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছি’। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এইমসে গিয়ে প্রাক্তন অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন।