• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

১৭ লক্ষ টাকা আত্মসাৎ মহিলা পুলিশকর্মীর

পুরো টাকা সরকারি অ্যাকাউন্টে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিভাগ

প্রতীকী চিত্র

ট্রাফিক জরিমানা বাবদ ১৭ লক্ষেরও বেশি টাকা আত্মসাৎ করার অভিযোগ এক মহিলা ট্রাফিক পুলিশকর্মীর বিরুদ্ধে। গোয়ার এই ঘটনা জানাজানি হতেই তড়িঘড়ি ওই মহিলা কনস্টেবলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে বিভাগ।

সম্প্রতি বিবৃতি দিয়ে গোয়া পুলিশ জানিয়েছে, তাদের এক মহিলা কনস্টেবল পূজা গাওয়াস উত্তর গোয়ার বিচোলিম থানায় কর্মরত ছিলেন। পরে তাঁকে অন্য বিভাগে বদলি করা হয়। তাঁর বিরুদ্ধে ট্রাফিক জরিমানা বাবদ ১৭ লক্ষ ৩০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। অভিযোগ প্রকাশ্যে আসতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পুলিশকর্মীকে বরখাস্ত করার পাশাপাশি পুরো টাকা সরকারি অ্যাকাউন্টে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিভাগ।

Advertisement

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ওই কনস্টেবলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে গোয়া পুলিশ। খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। কেন ওই কনস্টেবলকে বরখাস্ত করার নির্দেশ কার্যকর করতে এত দেরি হচ্ছে, তা নিয়ে রাজ্য সরকারকে দুষতে শুরু করেছেন বিরোধীরা।

Advertisement

Advertisement