• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মহারাষ্ট্রে এক ব্যক্তির ওপর গুলি চালালেন প্রাক্তন সেনাকর্মী

এব্যাপারে পুনের ডেপুটি পুলিশ কমিশনার হিম্মত যাদব বলেন,'পুনে শহরের ইয়েরওয়াড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি একটি ডাবল ব্যারেলের বন্দুক দিয়ে আক্রান্তকে গুলি করেন।'

প্রতীকী চিত্র

মহারাষ্ট্রে শ্যুট আউট। অভিযুক্ত এক প্রাক্তন সেনা কর্মী। তিনি পার্কিং নিয়ে অনিয়মের জেরে ক্রুদ্ধ হয়ে এক ব্যক্তিকে গুলি করেন। পুনের অশোকনগর এলাকায় ঘটেছে এই ঘটনা। আক্রান্ত ব্যক্তিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁকে চিকিৎসা করে সুস্থ করে তোলার চেষ্টা চলছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গাড়ি পার্কিংয়ের সময় জায়গা না পেয়ে এই কাণ্ড ঘটান ওই সেনা কর্মী। তিনি বচসায় জড়িয়ে পড়েন এবং শেষে বন্দুক বের করে এক ব্যক্তিকে গুলি চালিয়ে দেন।

Advertisement

এব্যাপারে পুনের ডেপুটি পুলিশ কমিশনার হিম্মত যাদব বলেন,’পুনে শহরের ইয়েরওয়াড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি একটি ডাবল ব্যারেলের বন্দুক দিয়ে আক্রান্তকে গুলি করেন।’

Advertisement

তিনি আরও বলেন,’অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এবং গুলিবিদ্ধ ব্যক্তিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

Advertisement