বিহারে এনকেফেলাইটিসের জেরে ফল-সব্জির আমদানি আটকাচ্ছে নেপাল

প্রায় দেড়শাে শিশুর মৃত্যুর পর বিহার লাগােয়া নেপাল এ দেশের ফল ও সব্জি আমদানির ওপর কড়াকড়ি শুরু করেছে।

Written by SNS Kathmandu | June 29, 2019 6:22 pm

গত ৬ দিন ধরে নেপালের সীমান্তে আটকে রয়েছে বহু ফল ও সজির ট্রাক। (Photo: IANS)

প্রায় দেড়শাে শিশুর মৃত্যুর পর বিহার লাগােয়া নেপাল এ দেশের ফল ও সব্জি আমদানির ওপর কড়াকড়ি শুরু করেছে। গত ৬ দিন ধরে নেপালের সীমান্তে আটকে রয়েছে বহু ফল ও সজির ট্রাক।

কাস্টমসের চেক পোস্টের আধিকারিকদের নেপাল সরকার নির্দেশ দিয়েছে, কোনাে ভারতীয় ফল ও সব্জি বােঝাই গাড়িকে বিশেষ কুয়ারানটিন সার্টিফিকেট ছাড়া যেন তাদের দেশে ঢুকতে দেয়া না হয়।

তার জেরে বীরগঞ্জে চেকপােস্টে অনুমতির অপেক্ষায় আটকে রয়েছে কয়েকশাে ট্রাক।

এমনই এক ট্রাকের চালক জানালেন, নেপালের কাস্টমস আধিকারিকরা আমাদের পাশের শহর রক্সৌলে ফিরে যেতে বাধ্য করেছেন। বলেছেন, পরেরবার বিশেষ সার্টিফিকেট নিয়ে তবেই নেপালে আসতে।

এদিকে ফল ও সব্জি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে জলের দরে আম, কলা, লিচু বিক্রিও করে দিতে হচ্ছে ট্রাকচালকদের।

সীমা জাগরণ মঞ্চের প্রধান মহেশ আগরওয়ালের মতে, ছােট ব্যবসায়ীদের সার্টিফিকেট দেয়ার জন্য কাস্টমসের চেকপােস্টেই ফুড টেস্টি গবেষণাগার প্রয়ােজন।