ভারতের নির্বাচন কমিশন মে মাস থেকে এখনও ২৪টি স্বীকৃত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে। বর্তমান আইনগত কাঠামোর মধ্যে নির্বাচন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে কমিশনের সদর দপ্তরে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সূত্রের খবর, আলোচনায় অংশ নিয়েছে ৫টি জাতীয় দল ও ১৯টি আঞ্চলিক দলের প্রতিনিধিরা। জাতীয় দলের মধ্যে অংশগ্রহণকারীরা হলেন—ভারতীয় জনতা পার্টি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি। আঞ্চলিক দলের মধ্যে রয়েছে সমাজবাদী পার্টি, জনতা দল ইউনাইটেড এবং তেলুগু দেশম পার্টি।
Advertisement
তবে ৬টি জাতীয় দলের মধ্যে কংগ্রেস এখনও কমিশনের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেনি। নির্বাচন কমিশন সূত্রে মঙ্গলবার জানিয়েছে, ‘৬ মে থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ২৪টি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। এই আলোচনার উদ্দেশ্য নির্বাচনী প্রক্রিয়াকে আরও উন্নত করা।’
Advertisement
কংগ্রেসের বিষয়ে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি সহ ৫টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। কংগ্রেস এখনও এই আলোচনায় অংশগ্রহণ করেনি। তবে কমিশন তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এই বিষয়ে কংগ্রেসকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছিল। মৌখিকভাবে প্রতিশ্রুতি থাকলেও এখনও পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি।’
নির্বাচন কমিশন সূত্র আরও জানা গিয়েয়েছে, ‘ভবিষ্যতে এই ধরনের আরও বৈঠক অনুষ্ঠিত হবে। কমিশনের অধিকারীরা সকল রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সংশ্লিষ্ট দলের সময় অনুযায়ী বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা হবে।’
বিষয়টি নিয়ে কংগ্রেসের এক শীর্ষ নেতা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, কংগ্রেস এখনও তাদের প্রতিনিধিদল নিয়ে আলোচনার বিষয়ে কমিশনকে কোনও উত্তর দেয়নি।
Advertisement



