• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এই পরীক্ষাতেও অনিয়মের সম্ভাবনা রয়েছে ইউজিসি-নেট ও তাই বাতিল, সাফ জানাল শিক্ষা মন্ত্রক

দিল্লি, ২০ জুন– পরীক্ষাগ্রহণের এক দিন পরেই তা বাতিল হয়েছে বিভিন্ন বিষয়ে গবেষণার করার জন্য প্রবেশিকা পরীক্ষা ইউজিসি-নেট৷ সেই বিতর্ক প্রসঙ্গে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ জানাল গবেষণার প্রবেশদ্বার নেট-এ যদি বেনিয়মের অভিযোগ ওঠে, তা হলে সবরকম ব্যবস্থা নিতে প্রস্তুত শিক্ষা মন্ত্রক৷ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়ালের দাবি, ‘‘১৮ জুন

প্রতীকী চিত্র

দিল্লি, ২০ জুন– পরীক্ষাগ্রহণের এক দিন পরেই তা বাতিল হয়েছে বিভিন্ন বিষয়ে গবেষণার করার জন্য প্রবেশিকা পরীক্ষা ইউজিসি-নেট৷ সেই বিতর্ক প্রসঙ্গে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ জানাল গবেষণার প্রবেশদ্বার নেট-এ যদি বেনিয়মের অভিযোগ ওঠে, তা হলে সবরকম ব্যবস্থা নিতে প্রস্তুত শিক্ষা মন্ত্রক৷ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়ালের দাবি, ‘‘১৮ জুন এনটিএ যে ইউজিসি-নেট পরীক্ষা নিয়েছিল, তাতে ৯ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন৷ শিক্ষা মন্ত্রকের মনে হয়েছে, এই পরীক্ষায় অনিয়মের সম্ভাবনা রয়েছে৷ তাই মন্ত্রক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে৷ বিষয়টি সিবিআইয়ের কাছে পাঠানো হয়েছে৷ পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্যই সিবিআইকে হস্তান্তর করা হয়েছে৷ তদন্তের ফল আসার পরই পরীক্ষা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানান হবে৷’
পরীক্ষা বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জানিয়েছেন, নেট নিয়ে বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে৷ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও উঠেছে৷ এই পরিস্থিতিতে পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রয়োজন৷
এখন প্রশ্ন উঠছে, তা হলে কি তদন্ত প্রক্রিয়া না মেটা পর্যন্ত নতুন পরীক্ষার দিন ঘোষণা হবে না? এই প্রসঙ্গে শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে শীঘ্রই নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা হবে৷ যদিও নির্দিষ্ট করে কোনও তারিখ তিনি জানাননি৷
গত মঙ্গলবার (১৮ জুন) দু’টি অর্ধে নেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৯ লক্ষ শিক্ষার্থী৷ কিন্ত্ত স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ‘ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (১৪সি)-এর জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে পরীক্ষায় অনিয়মের বিষয়টি নজরে আসে৷ তার পরেই মন্ত্রকের কাছে পরীক্ষা বাতিলের বার্তা পাঠায় আয়োজক সংস্থা ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (এনটিএ)৷ ওই অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রক৷ পাশাপাশি জানানো হয়, নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে৷

Advertisement

Advertisement