মধ্যরাতে কেঁপে উঠল লাদাখ এবং কাশ্মীর। ভূমিকম্পের উৎসস্থল কার্গিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পদহানির খবর মেলেনি।
বৃহস্পতিবার রাত প্রায় তিনটে নাগাদ কম্পন অনুভূত হয়। স্থানীয় বাসিন্দাদের অনেকেই ভয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই কম্পন। ঘুমিয়ে থাকার কারণে অনেকে কম্পনের বিষয়টি টের পাননি। আবার অনেকে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। হিমালয় পার্বত্য এলাকায় অবস্থিত লাদাখ এমনতিই ভূকম্পপ্রবণ। প্রায়ই সেখানে ভূমিকম্পের ঘটনা ঘটে।
Advertisement
Advertisement
Advertisement



