মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু রাজস্থানের জয়পুরে। ক্রমেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আহতও বেশ কিছুজন। সোমবার বিকেলে জয়পুরের হারমাড়া এলাকায় একটি দ্রুতগামী ডাম্পার ট্রাক বেপরোয়া গতিতে আসতে গিয়ে সজোরে ধাক্কা মারতে শুরু করে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলিকে। নিয়ন্ত্রণ হারিয়ে দম্পতি একের পর এক গাড়িতে ধাক্কা দিতে থাকে, এর জেরে পিষে যায় অনেক যাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ৫ কিলোমিটার আগে থেকেই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঝড়ের গতিতে এগিয়ে আসছিল।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের এসএমএস হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১৯ জন মারা গিয়েছে, এবং প্রায় ৪০ জনের বেশি যাত্রী জখম। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাম্পারটি খালি ছিল এবং এটি ১৪ নম্বর রোড থেকে লোহা মান্ডি পেট্রোল পাম্পের দিকে আসার সময় প্রায় ৩০০ মিটার দূরত্ব জুড়ে একের পর এক যানবাহনকে ধাক্কা দিতে শুরু করে। তদন্তে জানা গিয়েছে ডাম্পারের চালক মদ্যপ ছিলেন। স্থানীয়রা ক্ষুব্ধ ডাম্পার চালককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের তরফে মালিক ও চালকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আবেদন জানানো হয়। পুলিশের বিরুদ্ধেও স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক কন্ট্রোলে কোনও গুরুত্ব দেওয়া হয় না। প্রায়শই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। মৃতদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তীব্র আতংক গ্রাস করেছে এলাকাকে।
এটি রাজস্থানে পরপর দু’দিনে দ্বিতীয় বড় সড়ক দুর্ঘটনা। রবিবার (২ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় ফালোদি এলাকায় একটি টেম্পো ট্র্যাভেলার একটি দাঁড়িয়ে থাকা ট্রেলার ট্রাকে ধাক্কা মারলে ১০ জন মহিলা ও চার শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত এবং আরও দু’জন আহত হন।