• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নাবালিকা গৃহকর্মীকে ধর্ষণে গ্রেফতার অসম পুলিশের ডিএসপি

দিসপুর, ১৮ মার্চ– নাবালিকা গৃহকর্মীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল অসমে পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মর্যাদার এক আধিকারিককে৷ অভিযুক্ত ডিএসপি কিরণ নাথ বর্তমানে গোলাঘাট জেলার লাচিত বোরফুকান পুলিশ একাডেমির দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা৷ শীর্ষ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় রাজ্যজুডে় শোরগোল পডে় গিয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ বছরের নাবালিকাকে তাঁর ইচ্ছের

দিসপুর, ১৮ মার্চ– নাবালিকা গৃহকর্মীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল অসমে পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মর্যাদার এক আধিকারিককে৷ অভিযুক্ত ডিএসপি কিরণ নাথ বর্তমানে গোলাঘাট জেলার লাচিত বোরফুকান পুলিশ একাডেমির দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা৷ শীর্ষ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় রাজ্যজুডে় শোরগোল পডে় গিয়েছে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ বছরের নাবালিকাকে তাঁর ইচ্ছের বিরুদ্ধে নিজের বাডি়তে আটকে রাখেন অভিযুক্ত কিরণ নাথ৷ এইসঙ্গে বর্বর অত্যাচার চালান৷ বাডি়র সব রকম কাজ করানোর পাশাপাশি কিরণ এবং তাঁর পরিবারের সদস্যরা পান থেকে চুন খসলেই মারধর করতেন নাবালিকাকে৷ এছাড়াও ডিএসপি তাকে লাগাতার ধর্ষণ করেছেন বলেও অভিযোগ৷

সম্প্রতি কোনওভাবে পুলিশকর্তার বাডি় থেকে পালাতে সক্ষম হয় নির্যাতিতা৷ নিজের পরিবারকে সব কথা জানায়৷ এর পর পরিবারের তরফে দেরগাঁও থানায় অভিযোগ দায়ের হয়েছিল৷ তদন্তে নেমে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পায় পুলিশ৷ এর পরই গ্রেপ্তার করা হয় ডিএসপিকে৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৭৬ (ষোল বছরের কম বয়সী মহিলাকে ধর্ষণ), ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন, ২০১২ এর ধারা ৬-এর অধীনে মামলা করা হয়েছে৷ অসম পুলিশের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং বার্তা দিয়েছেন, পুলিশ কর্মীর বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ উঠলে জিরো টলারেন্স-ই অসম পুলিশের নীতি৷ এক্ষেত্রেও তাই হবে৷

Advertisement

Advertisement