মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন এক পুলিশকর্মী। সেই সময় এক শিক্ষককে পিষে মারার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন মৃত শিক্ষকের স্ত্রী ও তাঁর দুই শিশু সন্তান। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে। সাসপেন্ড করা হয়েছে নেশাগ্রস্ত ওই পুলিশকর্মীকে।
মধ্যপ্রদেশের নিমুচ-জাওয়াদ রোডে, ভরভাদিয়া গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত পুলিশকর্মীর নাম মনোজ যাদব। তিনি পুলিশের সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা নাগাদ ওই পুলিশকর্মী গাড়ি চালিয়ে পরপর কয়েকটি বাইকে ধাক্কা মারে। ঘটনার সময় স্ত্রী সন্তানদের নিয়ে বাজার থেকে ফিরছিলেন শিক্ষক দশরথ বাই (৪২)।
Advertisement
তখনই তাঁর বাইকে ধাক্কা মারে পুলিশকর্মীর গাড়ি। বাইক থেকে ছিটকে পড়ে যান দশরথ তাঁর স্ত্রী ললিতা ও দুই সন্তান। এলাকাবাসীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা দশরথকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্ত্রী ও দুই সন্তানের চিকিৎসা চলছে।
Advertisement
ঘটনার পর থেকেই মনোজ যাদবের গ্রেপ্তারের দাবিতে সরব স্থানীয়রা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তাঁরা। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘পুলিশকর্মীর শরীর থেকে মদের গন্ধ বেরচ্ছিল। চারপাশ রক্তে ভাসছিল।’ অভিযুক্তের গাড়ি থেকে গ্লাস ও খালি মদের বোতল পাওয়া গিয়েছে।
Advertisement



