সামনে কারখানা আর ভিতরে রমরম করে তৈরি হতো নিষিদ্ধ মাদক। অভিযান চালিয়ে গুজরাতের নেজা গ্রামের কারখানা থেকে ১০৭ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করল গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। সেই সঙ্গে মাদক তৈরির দু’হাজার কেজি কাঁচামালও উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। এই কাঁচামালের বাজারদর কয়েক কোটি টাকা।
এটিএস সূত্র থেকে জানা গিয়েছে, তাঁদের কাছে খবর আসে ,আনন্দ জেলার খাম্বার নেজা গ্রামে কারখানার আড়ালে মাদক তৈরির কারবার চলছে। খবর আসতেই অভিযানে চালিয়েছে এটিএস। কারখানার একটি অংশ থেকে মাদক তৈরির সরঞ্জাম, যন্ত্রপাতি এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে এটিএস। এটিএসের এক আধিকারিক জানিয়েছেন, কারখানা থেকে যে পরিমান কাঁচা মাল উদ্ধার হয়েছে, তাতে ৫০ কোটি টাকার মাদক এবং নেশার ওষুধ বানানো যায়। পরে এই চক্রের সঙ্গে জড়িত ৫ জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement
এই ৫ অভিযুক্ত হলেন, রঞ্জিৎ দাভি, বিজয় মাকওয়ানা, হেমন্ত পটেল, লালজি মাকওয়ানা এবং জয়দীপ মাকওয়ানা। অজয় জৈন নামে এক ব্যক্তির মারফতে এই ৫ জন মাদক সিন্ডিকেট চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এঁদের মধ্যে রঞ্জিতের নিজস্ব একটি কারখানা রয়েছে। বিজয় এবং হেমন্ত দু’জনেই কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তাঁরা একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় কাজ করেন। লালজি এবং জয়দীপ তাঁদের সহকর্মী।
Advertisement
Advertisement



