সমুদ্রতল থেকে ৪,৫০০ ফুট উচ্চতায় মহর্ষি আশ্রমে পেঁৗছাতে এক প্রতিশ্রুতি

Written by SNS February 22, 2024 4:31 pm

হিমালয়ের উচ্চ পার্ব্বত্য অঞ্চলে, ভারতের গাজোলিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৫০০ ফুট উচ্চতায় শান্ত স্বর্গীয় এক পরিবেশে মহর্ষি আশ্রম অবস্থিত যেখানে প্রায় ৬০ জন ধ্যানযোগ অভ্যাস করেন৷ সারা বিশ্ব থেকে মানুষ ধ্যান অনুশীলন করতে এবং অভ্যন্তরীণ শান্তি খুঁজে পেতে এই আশ্রমে আসেন৷ বাইরের জগৎ এর কোন বিচু্যতি যাতে না এখানকার মানুষকে স্পর্শ করতে পারে, তা নিশ্চিত করার জন্য এই নিরিবিলি আশ্রমটি বাকি বিশ্বের থেকে কার্যত বিচ্ছিন্ন করেই রাখা হয়৷ যোগাভ্যাস অনুশীলনকারীদের জন্য এটি অত্যন্ত অনুকূল পরিবেশ হলেও, আশ্রমের দূর্গম অবস্থান নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলির নাগাল পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত চ্যালেঞ্জিং৷ এখান থেকে নিকটতম শহরে যেতে গেলেও পার্বত্য পথে ৩০ থেকে ৪০ মিনিট পায়ে হেঁটে গাজোলি গ্রামে পৌঁছে, তারপর সেখান থেকে গণপরিবহনে উত্তরকাশি শহরে পৌঁছতে হয়৷ এই সফর কেবল কঠিন তাই নয়, সময়সাপেক্ষও, কারণ আশ্রম এলাকায় এবং তার আশেপাশে কোনও দোকান বা ডেলিভারি বিকল্প নেই৷ তবে ২০২০ সালে এই পরিস্থিতি বদলে যায়, যখন অ্যামাজন গাজোলি গ্রামের মহর্ষি আশ্রমে ডেলিভারি দেওয়া প্রথম এবং একমাত্র ই-কমার্স সংস্থা হয়ে ওঠে৷ অ্যামাজন ২০১৯ সালের মার্চ মাসে একটি ডেলিভারি সার্ভিস পার্টনার স্টেশনের মাধ্যমে এই অঞ্চলে নিজেদের কাজকর্ম শুরু করে৷ এখান থেকেই উত্তরকাশী এবং তার আশেপাশের জনগোষ্ঠীর চাহিদা পূরণ করার কাজ চলে৷ একমাত্র ই-কমার্স সংস্থা হিসাবে মহর্ষি আশ্রমে দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে ডেলিভারি দেওয়া, ভারতের গ্রাহকদের প্রতি অ্যামাজনের আবেগের প্রমাণ৷

এই আশ্রমে কিছু পেঁৗছে দেওয়ার মানে হল এমন এক প্রতিশ্রুতি যেখানে ২৫ কিলোমিটার বাইক যাত্রা ও দুর্গম পর্বত পথ এবং উঁচু শৈলশিরা, পাহাড় এবং মালভূমি পেরিয়ে ৩ কিলোমিটার ট্রেক করে তবে পেঁৗছান৷ অ্যামাজন দেখিয়ে দিয়েছে যে কিভাবে গত কয়েক বছরে, এই অঞ্চলে নিরন্তর পরিষেবা প্রদান করা যায়৷ ডেলিভারি অ্যাসোসিয়েটদের সুরক্ষার দিকটি মাথায় রেখে প্রতিদিন দুপুর ১ টার মধ্যে ডেলিভারির কাজ সম্পূর্ণ করা হয়৷   বললেন, ড. করুণা শঙ্কর পান্ডে, ডিরেক্টর, অ্যামাজন লজিস্টিকস, অ্যামাজন ইন্ডিয়া৷

ডেলিভারি সার্ভিস পার্টনার হিসেবে অ্যামাজনের সঙ্গে নিজের যাত্রা সম্পর্কে রাহুল কেশর বলেন, “অ্যামাজনের ডেলিভারি সার্ভিস পার্টনার হিসেবে কাজ করা আমার কাছে দারুণ এক অভিজ্ঞতা৷