• facebook
  • twitter
Sunday, 22 June, 2025

দিল্লির বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৩

দিল্লি দ্বারকা এলাকার একটি বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুন থেকে বাঁচতে সাত তলা থেকে ঝাঁপ দেন বেশ কয়েকজন।

দিল্লির দ্বারকা এলাকার একটি বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুন থেকে বাঁচতে সাততলা থেকে ঝাঁপ দেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও দু’জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পাঁচ জন একই পরিবারের সদস্য। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই বহুতল ভবনে থাকা বাকি বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা নাগাদ দিল্লির দ্বারকার সেক্টর-১৩’র একটি আবাসনের সপ্তম তলে ভয়াবহ আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে অষ্টম ও নবম তলেও। আগুন থেকে বাঁচতে সপ্তম তলের ফ্ল্যাটের এক নাবালক ও এক নাবালিকা নীচে ঝাঁপিয়ে পড়েন। পরে তাঁদের বাবাও ঝাঁপ দেন। তিনজনকেই গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

দিল্লির দমকলবাহিনী সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা নাগাদ দমকলের কাছে আগুন লাগার খবর যায়। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। পরে আরও ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালক ও নাবালিকার বয়স ১০। তাঁদের বাবার নাম যশ যাদব। যশ যাদবের স্ত্রী ও বড় ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে।

এই বহুতলে আরও অনেক ফ্ল্যাট রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন তাঁরা। ওই বহুতলে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে দমকল বিভাগ এবং দিল্লি পুলিশের একটি যৌথ দল। বহুতলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা শক্তিশালী ছিল, তা খতিয়ে দেখছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এবং দিল্লি পুরনিগম। এক পুলিশ আধিকারিক বলেন, ‘সোসাইটির সব বাসিন্দাদের বের করে আনা হয়েছে। পিএনজি, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

প্রসঙ্গত, দিনদুয়েক আগেও দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার রাত ১১টা নাগাদ দিলশাদ গার্ডেন এলাকার একটি আবাসনে আচমকা আগুন লেগে যায়। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। আবাসনের নীচে একটি চার্জিং স্টেশন ছিল। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে প্রথম আগুন লাগে। তারপর গোটা আবাসনে তা ছড়িয়ে পড়ে। চার্জিং স্টেশনটির কাছে থাকা কয়েকটি গাড়ি এবং স্কুটার পুড়ে যায়।