অভিযুক্তদের গ্রেতারিরর দাবিতে নফে সিং-এর শেষ কৃত্যে না ছেলের

Written by SNS February 26, 2024 6:55 pm

হরিয়ানার বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি)-এর সভাপতি নফে সিংহ রাঠীর খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি৷ মৃত নেতার ছেলে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বাবার শেষকৃত্য করতে অস্বীকার করেন৷ নফের ছেলে দাবি করেছেন, ‘যত ক্ষণ না এফআইআর-এ উল্লেখিত অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করছে এবং আমাদের নিরাপত্তার ব্যবস্থা করছে, তত ক্ষণ পর্যন্ত বাবার শেষকৃত্য সম্পন্ন করব না৷’

লোকসভা নির্বাচনের আগে হরিয়ানাতে বিরোধী দলের নেতার খুনের ঘটনায় চাঞ্চল্য ছডি়য়েছে৷ অস্বস্তিতে পডে়ছে মনোহর লাল খট্টর সরকার৷ এই খুনের ঘটনায় জডি়ত থাকার সন্দেহে পুলিশ এ বার চার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বলে খবর৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি৷ আইএনএলডি-র এক নেতা দাবি করেছেন, রবিবার রাতে নফের গাডি় লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে৷ বিরোধীরা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুর চডি়য়েছে সরকারের বিরুদ্ধে৷ আইএনএলডি নেতা অভয় সিংহ চৌটালা দাবি করেন, ‘‘নফে দু’বারের বিধায়ক৷ আমাদের দলের রাজ্য শাখার প্রধান৷ লিখিত ভাবে ঊর্ধ্বতন পুলিশ কর্তা, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বার বার তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷’

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, পুলিশ নরেশ কৌশিক, রমেশ রাঠি, সতীশ রাঠি এবং রাহুল— এই চার জন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছে৷ হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানান যে, তিনি এই ঘটনা সম্পর্কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশকে৷ সেই সঙ্গে ‘স্পেশাল টাস্ক ফোর্স’ গঠন করে তদন্ত শুরু হয়েছে৷ দোষীদের অবিলম্বে গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি৷

নফে রবিবার একটি চার চাকা গাডি় করে হরিয়ানার ঝাজ্জর জেলার বাহাদুরগড় এলাকায় একটি কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে খুন হন৷ তাঁর সঙ্গে থাকা অন্য এক দলীয় কর্মীর মৃতু্য হয়েছে৷ সেই সঙ্গে নফের ভাড়া করা তিন জন নিরাপত্তারক্ষীর গায়েও গুলি লাগে৷