স্কুলের মাইনে বাকি থাকায় মেঝেতে বসে পরীক্ষা

স্কুলের মাইনে বাকি থাকায় মহারাষ্ট্রের একটি স্কুলের এক পড়ুয়াকে বেঞ্চে বসতে দেওয়া হল না। বাধ্য হয়ে সকলের সামনে মেঝেতে বসে পরীক্ষা দিল ওই পড়ুয়া। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভিবন্ডীর উর্দু মাধ্যম একটি স্কুলে। ইতিমধ্যেই ওই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ফাহাদ নামে ওই পড়ুয়ার অভিভাবক।

৩ অক্টোবর পরীক্ষা ছিল দশম শ্রেণির ছাত্র ফাহাদের। অভিযোগ, স্কুলে তাঁকে বেঞ্চে বসতে না দিয়ে সকলের সামনে মেঝেতে বসে পরীক্ষা দিতে বল স্কুল কর্তৃপক্ষ। ফাহাদের বাবা ফৈয়াজ জানান, ফাহাদের স্কুলের মাইনে ২৫০০ টাকা। ১২০০ টাকা দেওয়া হয়েছিল। ১৩০০ টাকা বাকি ছিল। তার জন্য ছেলেকে সকলের সামনে অপমান করেছে স্কুল কর্তৃপক্ষ।

ফৈয়াজ বলেন, ‘স্কুলে চারতলায় উঠে দেখি, ফাহাদ মেঝেতে বসে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষককে জিজ্ঞাসা করেছিলাম, কেন ফাহাদকে মেঝেতে বসতে দেওয়া হয়েছে? তখন পরীক্ষক বলেন, প্রিন্সিপালের সঙ্গে এই বিষয়ে কথা বলুন।’