ভারতের নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় নাম। এই অভিযোগ সংক্রান্ত মামলায় সোনিয়া গান্ধীকে নোটিস দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। মঙ্গলবার কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীকে নোটিস দেওয়া হয়েছে। এক সংবাদ সংস্থাসূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। বিকাশ ত্রিপাঠী নামে এক ব্যক্তি সেপ্টেম্বরে দিল্লির ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেন। তিনি বলেন, ১৯৮০ সালের জানুয়ারিতে দিল্লির নির্বাচনী এলাকার ভোটার তালিকায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নাম নথিভক্ত হয়েছিল।
অথচ তিনি ভোটার তালিকায় নাম তোলার ৩ বছর পর, ১৯৮৩ সালে ৩০ এপ্রিল ভারতের নাগরিকত্ব পেয়েছেন। নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় সোনিয়ার নাম তোলা হয়েছে বলে অভিযোগ বিকাশ ত্রিপাঠীর। অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়া ১১ সেপ্টেম্বর তাঁর আবেদন খারিজ করে দেন।
আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিকাশ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে যান। সেই মামলাতেই মঙ্গলবার আদালতের বিশেষ বিচারক বিশাল গগনে সোনিয়া গান্ধী ও দিল্লি পুলিশকে নোটিস জারি করেছেন। যদিও সোনিয়ার আইনজীবী বলেছেন, এই অভিযোগ ভিত্তিহীন এবং তিনি নির্দোষ।
এখন দায়রা আদালতে ম্যাজিস্ট্রেট আদালতের আবেদন খারিজ করাটা যুক্তিযুক্ত ছিল কিনা তা বিচার্য বিষয় হবে। আদালত পুনরায় তদন্তের নির্দেশ দিতে পারে অথবা বিচারাধীন আদালতের নির্দেশ বহাল রাখতে পারে।
এদিকে এদিনই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জন্মদিন। সোনিয়ার ৭৯-তম জন্মদিনেই তাঁকে নেটিস পাঠানো হয়। সোনিয়ার দীর্ঘায়ু কামনা করে তাঁর জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের বিশিষ্ট নেতারা।
Advertisement