• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

জম্মু-কাশ্মীরের বারামুলায় গ্রেনেড বিস্ফোরণে জখম পুলিশকর্মী

জম্মু-কাশ্মীরের বারামুলায় গ্রেনেড বিস্ফোরণে জখম হলেন এক পুলিশকর্মী। আধিকারিকরা জানিয়েছেন, শহরের কোর্ট কমপ্লেক্সের মালখানায় এই দুর্ঘটনাটি ঘটে।

জম্মু-কাশ্মীরের বারামুলায় গ্রেনেড বিস্ফোরণে জখম হলেন এক পুলিশকর্মী। আধিকারিকরা জানিয়েছেন, শহরের কোর্ট কমপ্লেক্সের মালখানায় এই দুর্ঘটনাটি ঘটে। অসতর্কতার কারণে আচমকাই এই গ্রেনেডটি বেরিয়ে পড়ে।

এক আধিকারিক জানিয়েছেন, দুপুর ১টা ৫ মিনিট নাগাদ বারামুলা শহরের আদালত চত্বরের মালখানায় আচমকাই গ্রেনেড বিস্ফোরণ হয়। দুর্ঘটনার সময় আহত পুলিশকর্মী ডিউটিতে ছিলেন। জনগণকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শহরের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

আদালত চত্বরেই মালখানা থাকে। বাজেয়াপ্ত হওয়া সামগ্রী নিয়ে কী করা হবে, তা আদালত কর্তৃক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত হেফাজতে রাখা হয়।

Advertisement

এদিকে বৃহস্পতিবার পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় জঙ্গিদের গুলিতে এক পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বাটগুন্ড গ্রামে। আহত শ্রমিককে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই শ্রমিকের একটি আঙুলে সামান্য আঘাত লেগেছে।

বুধবার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শ্রীনগরে নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। এলাকায় এলাকায় চেকপোস্ট স্থাপনের পাশাপাশি রাত্রিকালীন টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে রবিবার গান্ডেরবাল জেলার গাগাঙ্গির এলাকায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। একটি বেসরকারি কোম্পানির ক্যাম্পে ঢুকে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালায়। ৬ পরিযায়ী শ্রমিক এবং স্থানীয় এক ডাক্তার প্রাণ হারান জঙ্গি হামলায়। আহত হন চারজন। বুধবার পুলিশ হামলায় জড়িত দুই জঙ্গির ছবি প্রকাশ করেছে।

Advertisement