‘ জোর করে  ভয় দেখানো কংগ্রেসের সংস্কৃতি’, ৬০০ আইনজীবীর চিঠির পরিপ্রেক্ষিতে বার্তা প্রধানমন্ত্রীর 

Written by SNS March 28, 2024 8:36 pm

দিল্লি, ২৮ মার্চ –  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে ৬০০ আইনজীবী চিঠি দেওয়ার কয়েক ঘণ্টা পরই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিরোধীদের উদ্দেশে তোপ দেগে মোদি লেখেন , ‘  জোর করে সকলকে ভয় দেখানো এবং তাদের হেনস্থা করাই কংগ্রেসের সংস্কৃতি। পাঁচ দশক ধরে তারা এমনটাই করে আসছে। তারা নিজেরাই একটি প্রতিশ্রুতিবদ্ধ বিচার বিভাগের দাবি জানিয়েছিল। এখন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নির্লজ্জভাবে অন্যদের থেকে প্রতিশ্রুতি দাবি করছে। তবে দেশের জন্য কোনও প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ। এতে অবাক হওয়ার কোনও কারণ নেই, ১৪০ কোটি দেশবাসী তাদের পরিত্যাগ করেছে।’   

আইনজীবীদের লেখা  চিঠি প্রকাশ্যে আসার পরেই এই নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। তবে আইনজীবীদের চিঠির জবাবে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি প্রধান বিচারপতি।