বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, চলতি মাসে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৩.৫০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৩৫ টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন শহরে। সবচেয়ে বেশি দাম কমেছে কলকাতা ও চেন্নাইয়ে। কলকাতায় ১৯ কেজির একটি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এখন মিলবে ১,৭৩৪ টাকায়, যা আগে ছিল ১,৭৬৯ টাকা। দিল্লিতে এই সিলিন্ডারের দাম ১,৬৫০ টাকা, মুম্বইতে ১,৬০০ টাকা এবং চেন্নাইতে ১,৮০০ টাকা।
যদিও এই দাম কমার প্রত্যক্ষ প্রভাব গার্হস্থ্য রান্নাঘরে না পড়লেও, পরোক্ষ প্রভাব অস্বীকার করা যায় না। হোটেল, রেস্তোরাঁ, ধাবা এবং ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানে গ্যাসের খরচ কমে যাওয়ায় খাদ্যদ্রব্যের দামেও কিছুটা স্বস্তি আশা করা হচ্ছে। ডোমেস্টিক বা গার্হস্থ্য ব্যবহারের ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এখনও এই সিলিন্ডার ৮৭৯ টাকাতেই বিক্রি হচ্ছে।
Advertisement
প্রসঙ্গত, এপ্রিল ২০২৫ থেকে টানা চারমাস বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হল। দিল্লিতে এই চার মাসে মোট ১৩৮ টাকা, কলকাতায় ১৪৪ টাকা, মুম্বইতে ১৩৯ টাকা ও চেন্নাইতে ১৪১.৫০ টাকা দাম কমানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এলপিজির দাম নির্ধারণের ক্ষেত্রে একাধিক আন্তর্জাতিক ও দেশীয় বিষয় প্রভাব ফেলে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারে এলপিজি ও অপরিশোধিত তেলের দাম, ডলারের বিপরীতে টাকার মান, শুল্ক, প্যাকেজিং ও বিপণন খরচ, ডিলার কমিশন ও পোর্ট চার্জ ইত্যাদি।
Advertisement
অর্থনীতি বিশ্লেষকদের মতে, বাণিজ্যিক সিলিন্ডারের এই মূল্য হ্রাস রেস্তোরাঁ ও খাদ্য পরিষেবা ক্ষেত্রকে সাময়িক স্বস্তি দিলেও, গার্হস্থ্য সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকায় সাধারণ মধ্যবিত্তের বাজেটে তেমন কোনও পরিবর্তন আসবে না।
Advertisement



