ফেব্রুয়ারির শুরুতেই সুখবর। একলাফে ৭ টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম। শনিবার সকালে প্রকাশিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, সিলিন্ডার পিছু ৭ টাকা করে কমেছে গ্যাসের দাম। হোটেল, রেস্তরাঁ থেকে শুরু করে নানা ব্যবসায় ব্যবহৃত হয় এই সিলিন্ডার। জানুয়ারি মাসে ১৪.৫০ টাকা কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। তার আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে একলাফে ৬২ টাকা বেড়েছিল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।
তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থদের জন্য কোনও ভালো খবর নেই। কারণ ডোমেস্টিক এলপিজি অর্থাৎ বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। ২০২৩ সালের আগস্ট মাসে শেষবার ডোমেস্টিক এলপিজির দাম কমানো হয়েছিল। ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে একধাক্কায় ১০০ টাকা দাম কমানো হয়েছিল। তারপর থেকে আর কোনও বদল আনা হয়নি দামে।
ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত তালিকা অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১,৭৪৯.৫০ টাকা। জানুয়ারিতে তা ছিল ১,৭৫৬ টাকা ছিল। একইভাবে চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯৬৬ টাকা থেকে কমে ১,৯৫৯.৫০ টাকা হয়েছে। জানুয়ারিতে কলকাতায় ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯১১ টাকা। ফেব্রুয়ারি থেকে দাম কমে হল ১,৯০৭ টাকা। অর্থাৎ, কলকাতায় মাত্র ৪ টাকা দাম কমেছে। দিল্লিতে ১,৮০৪ টাকা থেকে কমে ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১,৭৯৭ টাকা।