লখনউ, ১৬ নভেম্বর-– দিল্লিতে হত্যার ছায়া কাটতে না কাটতে উত্তাল উত্তরপ্রদেশ। প্রেমিকের হাতে শ্রদ্ধা ওয়াকার নামে তরুণীর নৃশংসভাবে খুনের ঘটনার পর উত্তরপ্রদেশে একটি কুয়োর মধ্যে থেকে পাওয়া গেল এক মহিলার হাত-পা কাটা এবং মুণ্ডুহীন মৃতদেহ ।
মঙ্গলবার উত্তরপ্রদেশের আজমগড়ে দুর্বাসা-গাহাজি রোডে পশ্চিম কা পুরা গ্রাম থেকে ১৫০ মিটার দূরে একটি কুয়োর মধ্যে থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃতদেহের মাথাটি পাওয়া যায়নি। মহিলার পরিচয় বা বয়স কিছুই এখনও পর্যন্ত জানা যায়নি। কীভাবেই বা তাঁর মৃতদেহ কুয়োর মধ্যে এল, সে বিষয়ে খোঁজ করছে পুলিশ।
Advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা হঠাৎই কুয়োর মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন। এরপর তাঁরাই খবর দেন পুলিশকে। পুলিশ গিয়ে দেখতে পায়, ঊর্ধাঙ্গে শুধুমাত্র একটি জামা পরা অবস্থায় কুয়োয় ভাসছে দেহটি। ওই কুয়োর মধ্যেই ভাসছিল কাটা হাত-পাগুলি। কিন্তু তাঁর মুণ্ডুটি আশেপাশে খুঁজেও কোথাও পাওয়া যায়নি।
Advertisement
Advertisement



